মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কাকনি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদেক মণ্ডল উপজেলার একই গ্রামের আরজ আলী মণ্ডলের ছেলে। তিনি কাকনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী খবরের কাগজকে বলেন, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সাদেক মণ্ডল। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। সকালে এলাকার কয়েকজন লোক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন জানিয়েছে জমিসংক্রান্ত বিরোধের জেরে সাদেক মণ্ডলকে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা করে ইতিমধ্যে আনোয়ার হোসেন মণ্ডল, দেলোয়ার হোসেন ও মো. সজল (২১) নামে তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন।’
নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, ‘আমার বাবা আত্মহত্যা করেনি। দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ থাকায় আমার চাচা আনোয়ার হোসেন মণ্ডলসহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যার সুষ্ঠু বিচার চাই।’
কামরুজ্জামান মিন্টু/ইসরাত চৈতি/অমিয়/