
রাজশাহীর পুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থী খ.ম জাহাঙ্গীর আলম জুয়েলের বিরুদ্ধে আনারস মার্কা দিয়ে পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে পোস্ট করার অভিযোগ উঠেছে। জুয়েল পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এনিয়ে নির্বাচনি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা পুঠিয়া বরাবর লিখিত অভিযোগ করেছেন, ১ নম্বর পুঠিয়া ইউনিয়নের বারইপাড়ার এরশাদ আলীর ছেলে মো. আশরাফ খাঁন।
জানা যায়, গত ৩ মার্চ চেয়ারম্যান পদপ্রার্থী খ.ম জাহাঙ্গীর আলম জুয়েল তার ফেসবুক আইডি (Jahangir Alom Jewel) এবং এর পক্ষের সমর্থনকারী ইমরান আহমেদ এর ফেসবুক আইডি (MD Imran Ahmed), মো. মিম হোসেন এর ফেসবুক আইডি (Md Mim Hussain), মৃদুল মাহমুদ জয় এর ফেসবুক আইডি (Mridul Mahmud Joy), আহসান এর ফেসবুক আইডি (AHSAN), মো. সামিউল ইসলাম এর ফেসবুক আইডি (MD Samiul Islam) প্রতীক বরাদ্দের পূর্বে থেকে আনারস মার্কা দিয়ে সাদাকালো পোস্টারের পোস্ট দেয়।
এটি নির্বাচনি বিধিমালা এস, আর, ও নং ৩০- আইন/২০১৬ এর ৫ ধারার সুনির্দিষ্ট লঙ্ঘন হয়েছে। বিষয়টি বিবেচনা সাপেক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী খ.ম জাহাঙ্গীর আলম জুয়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
এ বিষয়ে অভিযোগকারী মো. আশরাফ খাঁন বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে খ.ম জাহাঙ্গীর আলম জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, বিষয়টি তিনি শুনেছেন।
নিজে (জুয়েল) ফেসবুকে পোস্ট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে এমন পোস্ট করতে পারে। তবে তার কর্মী সমর্থকদের তিনি নির্ধারিত সময়ের আগে নির্বাচনি পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিষয় নিয়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুস্মিতা রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এরকম একটা অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি দেখা হবে।
এনায়েত করিম/এমএ/