ঢাকা ২০ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জ মহাসড়কে খুলে দেওয়া হলো ৩ ওভারপাস, এক সেতু

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
সিরাজগঞ্জ মহাসড়কে খুলে দেওয়া হলো ৩ ওভারপাস, এক সেতু
ছবি : খবরের কাগজ

উত্তরবঙ্গের মানুষ যেন ঈদে যানজট ছাড়াই নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য সিরাজগঞ্জের নবনির্মিত পাঁচিলা ওভারপাস, মুলিবাড়ি ওভারপাস, দাতপুর ওভারপাস ও দাতিয়া সেতু খুলে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ওভারপাসের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ভার্চুয়াল মাধ্যমে ওভারপাসগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

এর মধ্যে এলাঙ্গা-হাটিকুমরুল মুলিবাড়ি ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, পাঁচলিয়া ওভারপাসের দৈর্ঘ্য ৩৯ মিটার, দাতপুর ওভারপাসের দৈর্ঘ্য ৩৫ মিটার ও দাতিয়া সেতুর দৈর্ঘ্য ৫৬ মিটার।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম, সাসেক-২ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ যেন যানজট ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেন, এ জন্য দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হলো।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এ মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। এ মহাসড়কে প্রতিদিন ১৭ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ঈদের আগে ও পরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এই ভোগান্তি এড়াতে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হয়েছে। 

সিরাজুল ইসলাম/পপি/অমিয়/

চা শ্রমিকদের কর্মবিরতির ১৫ দিন, উৎপাদনে ধস

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
চা শ্রমিকদের কর্মবিরতির ১৫ দিন, উৎপাদনে ধস
মানববন্ধনে চা শ্রমিকরা। ছবি: সংগৃহীত

৪৯ দিনের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিন ধরে কর্মবিরতিতে ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা শ্রমিক।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের শ্রমিকরা।

এ সময় শ্রমিকরা জানান, টানা ১৫ দিন আমরা আন্দোলন করছি। আমাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কোম্পানিগুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যরা ঠিকই বেতন পাচ্ছেন।

এ ছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। যার প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।

এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টির অবস্থান সিলেট বিভাগের তিন জেলায়। ১৮৫৪ সালে সিলেটের মালনিছাড়া চা-বাগান থেকেই বাংলাদেশের চা উৎপাদন শুরু হয়। এসব চা বাগানে কাজ করেন কয়েক লাখ চা শ্রমিক। সূত্র- ইউএনবি

সুমন/অমিয়/

সিরিয়াল পদ্ধতিতে পণ্য পরিবহন করবে লাইটার জাহাজ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
সিরিয়াল পদ্ধতিতে পণ্য পরিবহন করবে লাইটার জাহাজ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বন্দর থেকে সিরিয়াল পদ্ধতিতে লাইটারেজ জাহাজ পণ্য পরিবহন করবে, এতে আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ও নিরাপদ থাকার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীলতা পাবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে বার্থিং মিটিংয়ে এসব কথা বলেন তিনি। 

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘দেশের অন্যান্য পরিবহন সেক্টরের মতোই নৌ-পরিবহন সেক্টরকে নিরাপদ, সুষ্ঠু ও সুশৃঙ্খল করার জন্য সিরিয়াল পদ্ধতিতে লাইটারেজ জাহাজগুলো চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন করবে। এ জন্য সব স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন।’ 

জানা গেছে, নতুন সিরিয়াল পদ্ধতির কার্যক্রমে ইতোমধ্যে ২৮০টি জাহাজ অন্তর্ভুক্ত হয়েছে এবং ক্রমান্বয়ে এ সংখ্যা আরও বাড়বে বলে জানানো হয় সভায়।

আবদুস সাত্তার/সুমন/অমিয়/

পুকুরে পাওয়া গেল মোটরসাইকেল, অস্ত্র পাহাড়ে

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৭ পিএম
পুকুরে পাওয়া গেল মোটরসাইকেল, অস্ত্র পাহাড়ে
অস্ত্রের সন্ধানে পুকুরে তল্লাসি। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মহানগরীতে মো. মাহবুবুর রহমান নামে এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরে অস্ত্র উদ্ধারে গিয়ে সেখানে দুটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ। পরবর্তী সময়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে পাহাড় থেকে।

সোমবার (৪ নভেম্বর) মহানগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকার একটি পুকুর এবং ইস্পাহানি পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামি মাহবুবুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মুসলিম আলীর ছেলে। তার দেওয়া তথ্যে পুলিশ নোয়াখালীর মাইজদী এলাকার আব্দুর রহিমের ছেলে মো. নুরুন্নবীকে গ্রেপ্তার করেছে। তারা দুজনই গার্মেন্টসকর্মী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পাবলিক রিলেশনস) কাজী তারেক আজীজ খবরের কাগজকে বলেন, ইস্পাহানি পাহাড় থেকে একটি নাইন এমএম পিস্তল ও বিটাক এলাকার একটি পুকুর থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে পুকুরে অভিযান চালানো হয়েছিল। কারণ আসামি প্রথমে বলেছিল পুকুরে অস্ত্র আছে। এ জন্য সেখানে অভিযান চালানো হয়। পরে পাহাড়ে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, ৫ আগস্ট এসব জিনিসপত্র লুট হয়েছিল। তাদের থেকে এসব ছাড়াও পুলিশের ইউনিফর্ম, ক্যাপ, দুটি হাতঘড়ি, পাঁচটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, পুলিশের ব্যবহৃত এক জোড়া কেডস ও এক জোড়া সু, পুলিশের লোগোসংবলিত একটি ছাতা, ট্রাউজার, ইলেক্ট্রিক কেটলি, ট্রিমার, চশমা ও পুলিশের ব্যবহৃত রেইনকোট উদ্ধার করা হয়েছে।’

মনির/সুমন/অমিয়/

শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৯ এএম
শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আজিজুল হক (৩০) নামের এক যুবক। এ সময় বঁটির কোপে গুরুতর জখম হন তার স্ত্রী তাসলিমা খাতুন (২৮)। 

সোমবার (৪ নভেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আজিজুল পলাতক রয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম (৩০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি চন্নাপাড়া গ্রামে এসএস ফ্যাশন নামের একটি কারখানার পরিচালক ছিলেন। তাসলিমা খাতুন ওই কারখানার শ্রমিকের কাজ করতেন। 
আজিজুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক। আজিজুল শ্রীপুর পৌরসভার চন্নাপাড়ার নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। 

স্থানীয়রা জানান, আজিজুল চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। আর চাকরির সুবাদে আশরাফুলের সঙ্গে তাসলিমা খাতুনের ভালো সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে তাসলিমার বাড়িতে আশরাফুল ইসলাম আসা-যাওয়া করতেন। বিষয়টি তাসলিমার স্বামীর মনে সন্দেহ তৈরি করে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল কাজে চলে যান। ঘণ্টাখানেক পর তিনি ফিরে আসেন। দরজা খোলার পর আশরাফুল ও তাসলিমাকে আপত্তিকর অবস্থায় দেখেন আজিজুল। এতে উত্তেজিত হয়ে তিনি বঁটি দিয়ে আশরাফুল ও তাসলিমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে আশরাফুল ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার স্ত্রীকে গুরুতর আহতাবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজুল পলাতক রয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। 

বসতঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ এএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩৮ এএম
বসতঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর মনোহরদীতে বসতঘরে জখম অবস্থায় পড়ে আছে আনিকার (১৫) লাশ ও হাসপাতালে চিকিৎসাধীন পাপিয়া নিহতের খালা। ছবি : খবরের কাগজ

নরসিংদীর মনোহরদীতে বসতঘরে ঢুকে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মনোহরদী পৌর শহরের চন্দনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম আনিকা (১৫)। সে নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়ির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী ও নিহতের খালা।

হতাহতের স্বজনদের বরাতে ওসি জুয়েল জানান, দশম শ্রেণির শিক্ষার্থী আনিকা তার খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল বিকেলে দুর্বৃত্তরা বাড়িটিতে ঢুকে পাপিয়া ও আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এ সময় পাপিয়ার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে মনোহরদী হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।