সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের সাত দিনের মাথায় সেপটিক ট্যাংক থেকে মারুফ হাসান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগরের ঝুড়ঝুড়ি বাজার এলাকায় তালুকদার মার্কেটের পিছনে সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মারুফ হাসান উপজেলার ঝুড়ঝুড়ি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে সলঙ্গা থানার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা যায়, মারুফ ঈদের ছুটিতে নিজদের বাড়িতে যায়। গত ৫ এপ্রিল বিকেল ৩টায় সে পাশের বাজার থেকে নিখোঁজ হয়। ওইদিনই মারুফের বাবা মো. মোশারফ তাড়াশ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়।
এরপর র্যাব-১২ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
অভিযুক্তরা জানান, মারুফকে তারা হত্যা করেছে এবং তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তাদের দেওয়া তথ্যে আজ সকালে সেপটিক ট্যাংক থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১২-এর অধিনায়ক মো. মারুফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ সম্পৃক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। আসামিদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজুল ইসলাম/পপি/অমিয়/