চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যহাতির আক্রমণে জাকির হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক জাকির হোসেন উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের আবদুর রজ্জাকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ারা উপজেলার সেবন্দি গ্রামের মো. আলাউদ্দিন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক জাকির হোসেন খেতে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে তাকে আক্রমণ করে বন্যহাতির দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফেরার পথে হাতির দল চাঁনখালী খাল পার হয়ে আনোয়ারা উপজেলায় যাওয়ার পথে আলাউদ্দিনকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল নিয়ে যায় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জাকির হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, সুরতহাল শেষে জাকিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারেক/সালমান/