ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যহাতির আক্রমণে জাকির হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক জাকির হোসেন উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামের আবদুর রজ্জাকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ারা উপজেলার সেবন্দি গ্রামের মো. আলাউদ্দিন (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক জাকির হোসেন খেতে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে তাকে আক্রমণ করে বন্যহাতির দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফেরার পথে হাতির দল চাঁনখালী খাল পার হয়ে আনোয়ারা উপজেলায় যাওয়ার পথে আলাউদ্দিনকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল নিয়ে যায় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জাকির হোসেনের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, সুরতহাল শেষে জাকিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারেক/সালমান/

বাগেরহাটে অস্ত্রসহ জলদস্যু বাহিনীর প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
বাগেরহাটে অস্ত্রসহ জলদস্যু বাহিনীর প্রধান গ্রেপ্তার
আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীর। ছবি: খবরের কাগজ

বাগেরহাটের সুন্দরবনে জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন-সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার জলদস্যুরা খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শামসুল আরেফীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ঠাকুরবাড়ি ঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ‘জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন-সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।’

জব্দ করা অস্ত্র ও আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

রিফাত/নাবিল/সালমান/

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ
ছবি: খবরের কাগজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০ লাখ ঘনফুট বালু, ২০ হাজার ঘনফুট পাথর, ৫০টি ড্রাম ট্র্যাক, পাঁচ শতাধিক বারকি নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর মিলে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এসময় ইসিএভুক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখেরপাড়, জুম পাড়, কান্দুবস্তি,নয়াবস্তি এলাকায় নদী তীরবর্তী বিভিন্ন স্থানে আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু এবং ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। ৫০টি যানবাহন ( ড্রাম ট্রাক, পে লোডার, ট্রাক) এবং ৫ শতাধিক বারকি নৌকাও জব্দ করা হয়।

নদী ও নদী তীরবর্তী ইসিএভুক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্রাশার মিল পরিদর্শন করা হয়েছে। এ সময় মিলগুলোতে ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশি পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, ওসি সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন, বিজিবির সংগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল ক্যাম্পের নায়েব সুবেদার আরিফ।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, অভিযানকালে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা জব্দকরা মালামাল ছাড়িয়ে নেয়ার জন্য বিপুল সংখ্যক জনবল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।

এমতাবস্থায় পরিবহনগুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াসিনের নিকট থেকে মুচলেকা আদায় করা হয়। পরিবহন মালিক-শ্রমিকেরা ইসিএভুক্ত এলাকাসহ গোয়াইনঘাটে বালু-পাথর অবৈধভাবে উত্তোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাস্কফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।

শাকিলা ববি/মাহফুজ/এমএ/

 

লালমনিরহাটে সাড়ে ১১ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
লালমনিরহাটে সাড়ে ১১ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার
উদ্ধারকৃত বিষ্ণূমূর্তি। ছবি: খবরের কাগজ

লালমনিরহাটে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে মূর্তিটি দেখতে পান। মূল্যবান পাথর ভেবে মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখেন তিনি। পরে পুলিশ খবর পেয়ে ভোরে তার বাড়ি থেকে সেটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘মূর্তি উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বকুল/নাবিল/সালমান/

ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
ছাত্রলীগকর্মী শিহাব আল রশিদ। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রলীগকর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০১৭ সালে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। রাজশাহীতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ওই বছরই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরবর্তী সময়ে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রুফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। এ সময় প্রধান ফটকের সামনে তাকে দেখে চিনে ফেলেন শিক্ষার্থীরা। এরপর তাকে ধরে এনে বন্ধগেট এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনায়েত/নাবিল/সালমান/

রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশসহ আহত ৯, আটক ৩

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
রিমান্ডের আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশসহ আহত ৯, আটক ৩
পুলিশের ওপর হামলায় আটক ব্যক্তিরা। ছবি: খবরের কাগজ

বরগুনায় হাসপাতাল থেকে রিমান্ডের আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্য ও হাসপাতালে দায়িত্বরত পাঁচ কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (১১ নভেম্বর) বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন- তালতলী থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, একই থানার পুলিশ সদস্য রিয়াজুল, অন্তর ও ফোরকান।

আটকরা হলেন বরগুনা সদরের ঘটবাড়িয়ার আশ্রাফুর রহমান অন্তু, তালতলীর মালিপাড়ার হামিদা বেগম ও তার ছেলে ছগির মিস্ত্রি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, তালতলীতে বিএনপি কার্যালয় ও জিয়া মঞ্চ ভাঙচুরের অভিযোগে উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জাকির খলিফা একটি মামলা করলে সোমবার উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা মিজান ও তার অনুসারী রাকিব, জাহিদ, খলিল, ইমার, আরিফ, ইউসুফসহ সাত আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ রিমান্ডে নেওয়ার আগে আসামিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে নিলে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় হাসপাতালের কর্মচারীরা বাধা দেওয়ায় তাদেরকেও মারধর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, তিন হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহিউদ্দিন অপু/মাহফুজ /এমএ/