
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে কই মাছ ধরতে গিয়ে গলায় আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর মহিষাশুড়া ইউনিয়নে বালুসাইর গ্রামে মাছ ধরতে গিয়ে গলার ভেতরে ঢুকে যায় কই মাছটি। পরে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মিয়া চাঁন (৪৮)। তিনি বালুসাইর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত. তারব আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় পল্লীচিকিৎসক আলাল উদ্দিন খবরের কাগজকে বলেন, সন্ধ্যার পর বাড়ির পাশে নালায় বৃষ্টির পানিতে কই মাছ দেখতে পেয়ে প্রথমে একটা মাছ ধরছে মিয়া চাঁন। এ সময় রাখার পাত্র না থাকায় কই মাছটি কামড় দিয়ে রাখেন। পরে কই মাছটি পিছলে গলায় ঢুকে যায়। প্রথমে তিনি নিজেই অনেকে চেষ্টা করেন মাছটি বের করতে। পরে ব্যর্থ হয়ে নরসিংদী হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মারা গেলে মরদেহ বাড়িতে নিয়ে আসেন তারা।
মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া খবরের কাগজকে বলেন, ‘গলায় কই মাছ ঢুকে একজন লোক মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঝড়-বৃষ্টির কারণে যেতে পারিনি। তবে মৃতের বাড়িতে আমাদের প্রতিনিধি রয়েছে।’
শাওন খন্দকার/অমিয়/