টাঙ্গাইলের ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী (৬৫)।
রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাহপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একাব্বর আলীর বাড়ি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একাব্বর আলীর মেয়ে উপজেলার শাহপুর মোড়ে ভাড়ায় থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি। এশার নামাজ পড়তে ও নাতিদের জন্য ফল কিনতে বের হন তিনি। এ সময় সড়ক পার হওয়ার সময় প্রান্তিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া খবরের কাগজকে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুয়েল রানা/ইসরাত চৈতী/অমিয়/