পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে বসবাসরত জুম্ম সম্প্রদায়ের নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনে পাচারের অভিযোগে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সাভারে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
শুক্রবার (১৮ মে) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে ‘জুম্ম নারী পাচার প্রতিরোধ কমিটি’-এর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেয় জুম্ম সম্প্রদায়ের শতাধিক নারী ও পুরুষ।
মানববন্ধনে কমিটির সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক প্রবীণ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা বিভাস চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের নারীদের অর্থসহ নানা প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র। প্রথমে জুম্ম নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৌশলে রাজধানীতে এনে চীনা নাগরিকদের সঙ্গে বিয়ের মাধ্যমে চীনে পাচার করা হচ্ছে। পরে সেই নারীরা চীন থেকে তাদের অসহায়ত্বের কথা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করে এলেও আর দেশে ফিরতে পারছেন না। সম্প্রতি এসব ঘটনায় চট্টগ্রাম ও রাজধানীর উত্তরাসহ বিভিন্ন থানায় মামলা ও জিডি করা হলেও পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না।
তারা আরও বলেন, এমন অবস্থায় জুম্ম সম্প্রদায়ের মানুষ অস্তিত্বসংকটে পড়ার পাশাপাশি নানা সমস্যায় পড়ছেন। তাই অবিলম্বে পাচারকারীদের গ্রেপ্তার করা না হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।