ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

বাবার মতো পিটিয়ে ছেলেকেও হত্যা!

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৬:৩৫ পিএম
বাবার মতো পিটিয়ে ছেলেকেও হত্যা!

যশোরের শার্শা উপজেলায় বাবার মতো পিটিয়ে ছেলেকেও দুর্বৃত্তরা হত্যা করেছে। উপজেলার কন্যাদহ গ্রামের মুকুল নামে এক যুবককে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়। বুধবার রাতে তাকে পেটানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি মনিরুজ্জামান।

এদিকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি রূপন কুমার সরকার। 

১৯৯৯ সালে একইভাবে মুকুলের বাবা আব্দুল আজিজকেও সবার সামনে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্থানীয় হাসান মেম্বারসহ বাহিনী প্রধান আয়নালে ছোট ভাই বাবু, তার আরেক ভাই ইমাজ উদ্দিনসহ ১০-১৫ জন চাঁদার দাবিতে মুকুলের বাড়িতে যায়। মুকুলের কাছে তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিতে চাইলে তাকে বেধড়ক মারপিট করা হয়। এ সময় রক্ষা করতে গেলে মুকুলের ছোট ভাই বকুলকেও পেটানো হয়। বর্তমানে বকুল যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, মুকুলের অবস্থা খারাপ দেখে অভিযুক্তরা ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা দুই ভাইকে যশোর সদর হাসপাতালে আনেন। কিন্তু মুকুলের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মুকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর যশোর সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বকুল। 

যশোর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি রূপন কুমার সরকার বলেন, মুকুল হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখন নাম বলা যাচ্ছে না। অভিযান শেষ হলে বিস্তারিত জানাবো। 

তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাসান মেম্বার, শাওন ও তাজুকে আটক করা হয়েছে। আর বাহিনী প্রধান আয়নালসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

আহত বকুল জানান, ১৯৯৯ সালে একইভাবে মুকুলের পিতা আব্দুল আজিজকেও সবার সামনে পিটিয়ে মেরে ফেলে আয়নালসহ তার পোষ্য সন্ত্রাসীরা।

এ ব্যাপারে আইনালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এইচ আর তুহিন/এমএ/

ঘিওরে ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ভিডিও ভাইরাল

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
ঘিওরে ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ভিডিও ভাইরাল
ছবি: ভিডিও থেকে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আলী আজম মানিক (৩৩) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে দাঁড়ি ধরে মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া (৪৫) নামে একজনের বিরুদ্ধে।  এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সোমবার (২৩ জুন) রাত ৯ টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক ‘মানিক কম্পিউটার’ নামে একটি দোকান পরিচালনা করেন। ঘটনার পর তিনি ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পত্রে আলী আজম মানিক উল্লেখ করেন, ‘নাসিম ভূঁইয়া প্রায়ই আমার দোকানে কাজ করাতে এসে বিল না দিয়ে চলে যেতেন। টাকা চাইলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং একাধিকবার টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্পষ্টভাবে বলেন, তাকে টাকা না দিলে ঘিওর বাজারে ব্যবসা করতে দেবেন না।’

তিনি আরো বলেন, ‘২৩ জুন রাত ৯টার দিকে তিনি আবার দোকানে এসে জরুরি কাজ করানোর কথা বলেন। আমি তখন অন্য এক কাস্টমারের কাজে ব্যস্ত ছিলাম, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার দাড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন, অকথ্য গালিগালাজ করেন এবং এরপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং দাড়িতে প্রচণ্ড ব্যথা পাই।’ আমার চিৎকারে আশপাশের লোকজন ও কাস্টমাররা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে বলেন, ‘এখানে আমাকে ব্যবসা করতে দেবেন না এবং হাত-পা ভেঙে দেবেন। হামলার সময় তিনি একটি মনিটর ভেঙে ফেলেন যার দাম প্রায় ১৫ হাজার টাকা। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে যান।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার নেতা মাওলানা মুহাম্মদ রমজান মাহমুদ বলেন, ‘সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি উত্তেজিতভাবে দোকানে প্রবেশ করে আলী আজম মানিকের দাড়ি ধরে তাকে আঘাত করছেন। এটি একটি ঘৃণ্য ও অন্যায় আচরণ। নবিজি (সা.)-এর সুন্নত দাড়ি ধরে টান দেওয়ার কোনো অধিকার কারো নেই। এটি শুধু ব্যক্তি মানিকের নয়, বরং পুরো ধর্মপ্রাণ সমাজের আত্মমর্যাদায় আঘাত।’ আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সাহস না পায়। যদি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে আলেম সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।

ভিডিও লিংক

এ বিষয়ে অভিযুক্ত নাসিম ভূঁইয়ার ফোন নম্বরটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কোহিনুর মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ/মেহেদী/

জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ পিএম
জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (২৪ জুন) ভোররাত ও সকালে এসব ঘটনা ঘটে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করে। তাদের সবার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। একইভাবে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করা হয়। তাদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদেরকেও আটক করেন বিজিবির সদস্যরা। এই ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজনের বাড়ি পাবনায়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক খবরের কাগজকে জানান, আটকরা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিফাত/

ফরিদপুরে তেলের লড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৫৯ পিএম
ফরিদপুরে তেলের লড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

ফরিদপুরে তেলের লড়িচাপায় শ্রীবাস মজুমদার (৩১) ও রাশেদ মোল্লা (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীবাস ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে এবং রাশেদ একই এলাকার জালাল মোল্লার ছেলে।
  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বরকতের মার্কেটের সামনে তেলের লড়িটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাসেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করান এবং সেখানে রাতেই তার মৃত্যু হয়। 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তেলের লড়িটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সঞ্জিব/পপি/

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
ঠাকুরগাঁওয়ে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় তিন চাকার ‘পাগলু’ গাড়িতে থাকা আশরাফুল ইসলাম (৫২) এবং তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের খোশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবাইয়া বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি এন্টারপ্রাইজের একটি বাস খোশবাজার মাদ্রাসা পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা তিন চাকার পাগলু গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

তিনি জানান, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বোদা হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এই ঘটনায় খোশবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘বাবা-মেয়ের এমন মৃত্যু খুব কষ্টদায়ক। মেয়েটা খুব মেধাবী ছিল।’ 

আরেক বাসিন্দা সাফিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘দুটি প্রাণ চলে গেল, এলাকায় শোক আর কান্না ছাড়া আর কিছু নেই। এমন মৃত্যু আর দেখতে চাই না আমরা।’

নবীন/পপি/

মতলবে স্ত্রীর বিরুদ্ধে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:৩৬ পিএম
মতলবে স্ত্রীর বিরুদ্ধে পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ
মো. উজ্জ্বল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মো. উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে কল্পনা ও তার বাবা বাবর আলী পলাতক।

উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়ার শামসুজ্জামানের ছেলে। তিনি কল্পনার সঙ্গে কিছুদিন ধরে কৃষ্ণপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো কিছু দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন করে বিষয়টি জানানো হয়। পরে ফারজানা উজ্জ্বলকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সদর হাসপাতাল থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে নিয়ে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রিফাত/অমিয়/