ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:৩৭ এএম
বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ শীর্ষক মতবিনিময় সভা
ছবি: খবরের কাগজ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটরদের সঙ্গে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক বাঙালি কৃষকদের ‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ জুন) রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।  

সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও) ও বিএমডিএর যৌথ আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ।

রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ বলেন, ‘বিএমডিএর লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা। কোনো ডিপ টিউবয়েল অপারেটর বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতে বললে প্রতিবাদ করবেন। লোকাল অফিসে কাজ না হলে প্রধান অফিসে অভিযোগ দেবেন। যদি কেউ পানির জন্য ঘুরায়, পানি না দেয়- তা হলে আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে আমরা অভিযোগের ভিত্তিতে ১০ জন অপারেটরকে অপসারণ করেছি। আপনারা অধিকার সম্পর্কে সচেতন হোন। কৃষকদের সমস্যার কথা জানতে একটি হটলাইন সেবা চালু করা হবে। ডিপ অপারেটরদের পরিচালনায় একটি সামাজিক গবেষণা হতে পারে, সিসিবিভওর সহায়তায় ডিপ পরিচালনা গবেষণা করা যেতে পারে।’

সভার সঞ্চালনা করেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ ও কি-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

এনায়েত করিম/ইসরাত চৈতী/অমিয়/

রূপগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
রূপগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ
অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে ছাড়াতে গিয়ে ছাত্রদল নেতার গুলিতে মামুন ভূইয়া নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।

এর আগে, গত ১০ জুন (মঙ্গলবার) বিকেলে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে যুবদল নেতা বাদল ভুইয়ার লোকজন ও এলাকাবাসী আটক করে গণপিটুনি ও হাত-পা ভেঙে দেয়। সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে গিয়ে যুবদল নেতা বাদল ভুঁইয়া গ্রুপ ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী মামুন ভূইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামুন মিয়া যুবদল নেতা বাদল ভুইয়ার ভাই। 

এ ঘটনায় বাদল ভুইয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া গণপিটুনির শিকার সাব্বির হোসেন খোকাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
ছাত্রদল নেতার গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার দুপুরে পূর্বাচল উপশহরের গোয়ালপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছবি: খবরের কাগজ

সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হন ব্যবসায়ী মামুন ভূইয়া। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। সেই সঙ্গে আমার রাজনৈতিক প্রতিপক্ষের একটি চক্র আমাকে হেয় করতে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর আমি সম্পর্কে চাচা হই বলে নানা প্রোপাগান্ডা ছড়ায় এবং নানা ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালায়। জাহিদুল ইসলাম বাবু আমাদের গ্রামের ছেলে, আমার ভাতিজা নয়। 

মো. রুবেল শিকদার/মাহফুজ

 

সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি ‘কোম্পানিকা সেতু’ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:০৫ পিএম
সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি ‘কোম্পানিকা সেতু’ রক্ষার দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যবসায়ী মো. মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস খুবই সমৃদ্ধশালী। প্রাচীন বাংলার রাজধানী ছিল এ সোনারগাঁ। দেশ-বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ রয়েছে। তার মধ্যে কোম্পানিকা সেতু একটি প্রাচীন প্রত্নসম্পদ। বর্তমানে এটি অযত্নে, অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।

 

খাগড়াছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
খাগড়াছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ছবি: খবরের কাগজ

খাগড়াছড়ি জেলা সদরের সরকারি একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই (ছদ্মনাম)। বয়স কেবল ১৫ বছর ৯ মাস। অথচ আগামী সোমবার (১৬ জুন) তার বিয়ে এবং রবিবার (১৫ জুন) গায়ে হলুদের দিন ধার্য্য। সব আয়োজনও চূড়ান্ত প্রায়। অতিথিদের নিমন্ত্রণের পালাও শেষ। বর ও কনে উভয়ের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়া এলাকায়।

বরের বাড়িতে সাজানো হচ্ছে প্যান্ডেল। বর ইদুল হাসান (২৯) চট্টগ্রামের বারৈয়ারহাটে সবজির ব্যবসা করেন। কনের প্রাপ্ত বয়স না হলেও দুই পরিবার সম্মত হয়েছিল এই বিয়েতে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ালেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে গোপন সূত্রে জানতে পেরে তিনি সদর থানা পুলিশের সহায়তায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসাকে সঙ্গে নিয়ে উত্তর গঞ্জপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, বর ও কনের বাড়ি পাশাপাশি। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। রান্নার সরঞ্জাম এসে গেছে, বাড়িতে উৎসবমুখর পরিবেশ। তবে বিয়ের কনে অপ্রাপ্তবয়স্ক। জন্মসনদ ঘেঁটে বাল্য বিয়ের প্রস্তুতির সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কনে জুঁই জানায়, সে এই বিয়ে করতে চায় না। তার আরও পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে। বর ও কনের পরিবার নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে মুচলেকা দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

সুজন চন্দ্র রায় বলেন, 'নিজের অপরাধ স্বীকার করায় প্রাথমিকভাবে উভয় পরিবারকে সতর্ক করে মুচলেকা নেওয়ার পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন জুঁইকে (ছদ্মনাম) প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দিতে না পারেন সেজন্য স্থানীয় গণমান্য, শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি করা হয়েছে।'

রাজু/রিফাত/

সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:১১ পিএম
সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

চলতি বছরের মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। এসব দুর্ঘটনায় একইসঙ্গে আহত হয়েছেন আরও ৮০ জন।

বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহাসড়কে মোট ৩২টি দুর্ঘটনা ঘটে। এতে ৩২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। 

তাদের তথ্য মতে, মে মাসে সারা দেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৮ জন ও আহত হয়েছেন আরও ২৭১ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। বিভাগটিতে মোট ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন।

মে মাসজুড়ে সারা দেশে মোট ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৬১৪ জন এবং আহত হন ১ হাজার ১৯৬ জন।

শাকিলা ববি/পপি/

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:০৩ পিএম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ
ছবি: খবরের কাগজ

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে, আর এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদযাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল৷ তবে ঈদ শেষে রাজধানীতে ফেরার পথে কোনো যানজট ও ধীরগতির তৈরি হয়নি।

এ প্রসঙ্গে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

জুয়েল/রিফাত/