
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ডিপ অপারেটরদের সঙ্গে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক বাঙালি কৃষকদের ‘বরেন্দ্র অঞ্চলে পানি সংকট দূরীকরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও) ও বিএমডিএর যৌথ আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ।
রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. সারওয়ার-ই-কামাল স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক মো. আব্দুর রশীদ বলেন, ‘বিএমডিএর লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা। কোনো ডিপ টিউবয়েল অপারেটর বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতে বললে প্রতিবাদ করবেন। লোকাল অফিসে কাজ না হলে প্রধান অফিসে অভিযোগ দেবেন। যদি কেউ পানির জন্য ঘুরায়, পানি না দেয়- তা হলে আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে আমরা অভিযোগের ভিত্তিতে ১০ জন অপারেটরকে অপসারণ করেছি। আপনারা অধিকার সম্পর্কে সচেতন হোন। কৃষকদের সমস্যার কথা জানতে একটি হটলাইন সেবা চালু করা হবে। ডিপ অপারেটরদের পরিচালনায় একটি সামাজিক গবেষণা হতে পারে, সিসিবিভওর সহায়তায় ডিপ পরিচালনা গবেষণা করা যেতে পারে।’
সভার সঞ্চালনা করেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ ও কি-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।
এনায়েত করিম/ইসরাত চৈতী/অমিয়/