নাটোরে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানি পশু কেনার পাশাপাশি গোশত কাটার খাইটা বিক্রিও শুরু হয়েছে। তবে অন্যান্য বছর পিস হিসেবে বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে!
সরেজমিনে দেখা যায়, নাটোর শহরের বিভিন্ন মোড় ছাড়াও উত্তরা গণভবন, এমনকি বিভিন্ন উপজেলা সদরেও বিক্রি হচ্ছে এসব খাইটা। নানা সাইজের এসব খাইটা কিনছেন কোরবানিদাতারা।
উত্তরা গণভবন গেটের পাশে বিক্রেতা সাদ্দাম জানান, এবার ৩০ টাকা কেজি দরে ওজন করে তারা বিক্রি করছেন খাইটা। ওই খাইটা তিন কেজি থেকে শুরু করে ৩৮ কেজি পর্যন্ত ওজনের রয়েছে।
দিঘাপতিয়ার ধান ব্যবসায়ী সান্না জানান, তিনি একটি বড় খাইটা কিনেছেন। ওজন হিসাবে ওই খাইটার দাম পড়ল সাড়ে ৯শ টাকা।
দিঘাপতিয়া বাজার এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ কনক জানান, গত বছর একটা খাইটা কিনেছিলেন ৫০ টাকায়। অথচ এবারে ওই একই মাপের খাইটা ওজন করে দোকানি চাচ্ছে ১২০ টাকা। দাম বেশি হওয়ায় তিনি না কিনেই চলে যাচ্ছেন।
দোকানি সাদ্দাম জানান, ওই খাইটাগুলো নিম গাছ কেটে তৈরি করা হয়। অন্যান্য জিনিসের মতো গাছের দামও বেড়েছে। তা ছাড়া খাইটা উপযোগী নিমগাছ ২০-৩০ বছরের পুরোনো হওয়ায় দাম পড়ে অনেক বেশি। তাই কেজি দরে তারা বিক্রি করছেন খাইটা।
তিনি জানান, বিগত ৫-৭ বছর থেকেই কোরবানির ঈদের আগে খাইটা বেচেন। গত বছরও প্রায় সাড়ে ৩০০ পিস খাইটা বিক্রি করেছিলেন। এবারও ভালো লাভের আশা করছেন তিনি।
কামাল মৃধা/ইসরাত চৈতী/অমিয়/