
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অস্ত্রের মুখে মারধর করে গরুবোঝাই ট্রলার ছিনতাইয়ের সময় চারজনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মিরকাদিম এলাকায় নদী থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ট্রলার ও লাঠিসোটা জব্দ করা হয়।
আটকরা হলেন- মো. শুভ (২৬), আলিফ (২২), আকমল হোসেন (৪৫), মো. করিম (৩৬)।
তাদের সবার বাড়ি মিরকাদিম পৌরসভা এলাকায়।
মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান খবরের কাগজকে বলেন, হাটে গরু সরবরাহ নিরাপত্তার জন্য মুন্সীগঞ্জে নৌপথে পুলিশের তদারকি চলছিল। দুপুরে অর্ধশত গরু নিয়ে হাটের উদ্দেশ্যে আসতে থাকা একটি ট্রলার আটকে অস্ত্রের মুখে মারধর করে ছিনতাইয়ের চেষ্টার খবর পেয়ে মিরকাদিম সংলগ্ন নদীতে অভিযান চালানো হয়। এ সময় ট্রলার থেকে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রলারসহ লাঠিসোঁটা।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নৌপথের নিরাপত্তায় তদারকি অব্যাহত থাকবে।
মঈনুদ্দিন/পপি/অমিয়/