মুন্সীগঞ্জের গজারিয়ার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চারটি গাড়ির সংঘর্ষে ওই পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন চিকিৎসক।
আহতরা হলেন, মোটরসাইকেলচালক শাহাদাত হোসেন (৩৪), বাস যাত্রী বেলাল হোসেন (৪০), শাকিল দেওয়ান (৩৮) ও শিল্পী আক্তার (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক চাপে তার উপরে উঠে যায়। এ সময় মোটরসাইকেলটির পেছন থাকা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের পেছনে থাকা দুটি বাসও প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়, যাত্রীবাহী বাস দুটিরও ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় পথচারী, মোটরসাইকেলচালক এবং বাসের তিন যাত্রী আহত হন। হতাহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজন রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে হাসপাতালে আনার পরপরই একজনের মৃত্যু হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছি।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।’
সাদিয়া নাহার/অমিয়/