ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়ছে

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১০:৩১ এএম
আপডেট: ১৯ জুন ২০২৪, ১১:১২ এএম
গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়ছে
ছবি: খবরের কাগজ

থেমে থেমে বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধার সব নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৯ জুন) গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার, করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলা সংলগ্ন কাউনিয়া পয়েন্টে ৩৮ সেন্টিমিটার বেড়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পায়।

গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক মোবাইল ফোনে জানান, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়েছে। তবে সবগুলো নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। আমরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি।

নদীর পানি বাড়তে থাকায় সদর উপজেলার কামারজানি, ঘাগোয়া, ফুলছড়ি উপজেলার এরান্ডাবাড়ি, ফজলুপুর ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান খবরের কাগজকে জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে।

রফিক খন্দকার/অমিয়/

দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:০৪ পিএম
দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে ধীরগতি
ছবি: খবরের কাগজ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার অংশে যানবাহনের চাপ বেড়েছে। দুপুর সাড়ে ১২টার পর থেকে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই এই মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে শহীদনগর, গৌরীপুর মোড়, ইলিয়াটগঞ্জ পর্যন্ত যানবাহনের এ চাপ দেখা গেছে।

তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।

এদিকে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলার পাশাপাশি যানজট নিরসনে মহাসড়কের বলদাখাল, গৌরীপুর মোড় বাসস্ট্যান্ড অংশের একাধিক পয়েন্টে সেনাবাহিনী, র‍্যার ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

র‍্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, দেশের লাইফলাইন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কের যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে ঈদে ঘরমুখী যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় সেজন্য সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, র‍্যাব কাজ করে যাচ্ছে। এই সড়ক নজরদারিতে রাখা হয়েছে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, ঈদযাত্রায় মহাসড়কের দাউদকান্দি অংশে যানবাহনের কিছুটা চাপ থাকলেও এ পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়নি। সেনাবাহিনী, র‍্যাব-১১ ও পুলিশ যৌথভাবে কাজ করছে যেন শেষ মুহূর্তে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি না হয়।

লিটন সরকার/অমিয়/

মুকসুদপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:৫০ পিএম
মুকসুদপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আকত আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বুধবার (৪ জুন) রাত ১টার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে এশার নামাজের পর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, উপজেলার বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের বাদশা মাতুব্বর ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদ হোসেন গ্রুপের মধ্যে জমিজমা ও গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে মামলা ও বিরোধ চলে আসছিল। বাদশা মাতুব্বরের সমর্থক আকত আলী খান বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ১১টার দিকে মারাত্মক আহত অবস্থায় খুঁজে পেয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাদল সাহা/অমিয়/

মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত স্ত্রী

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:৩১ পিএম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত স্ত্রী
নিহত মো. মোশারফ হোসেন

মাগুরায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্মচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সদরের মাগুরা-যশোর সড়কের মঘীর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মোশারফ হোসেন (৪০)। তিনি শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মৃত এনামুল হকের ছেলে।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহত মোশারফের স্ত্রী রিয়া খাতুন (৩২)। 

হাইওয়ে পুলিশসূত্রে জানা যায়, খুলনা থেকে ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোশারফ। পথে মঘীর ঢাল এলাকায় সকাল ৯টার দিকে অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। 

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় মামলা হবে।

কাশেমুর রহমান/অমিয়/

রাঙামাটি সীমান্তে পশু চোরাচালান ও পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:১৫ পিএম
রাঙামাটি সীমান্তে পশু চোরাচালান ও পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
লে.কর্নেল নাহিদ হাসান, পিএসসি

রাঙামাটি সীমান্তে আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গরু, মহিষ, চামড়া ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)। এছাড়া পুশইন প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রাঙামাটির লংগদু রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসান, পিএসসি।

অধিনায়কের কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন- চাহিদা অনুযায়ি পর্যাপ্ত কুরবানির পশু দেশেই মজুদ রয়েছে। দেশের খামারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে চোরাইপথে গরু, মহিষ দেশে প্রবেশ বন্ধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

অধিনায়ক আরও বলেন, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।

এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য বিজিবি সদস্যরা  নিজেদের ছুটির চিন্তা না করে, সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর রয়েছে এবং থাকবে বলেও জানান তিনি। 

জিয়াউর রহমান/অমিয়/

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:৪২ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি। - খবরের কাগজ

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। 

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে ঢাকার ধামরাই এলাকায় মহাসড়কে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের শুরুতে মহাসড়কে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ে। তবে জ্যাম না থাকায় স্বস্তিতে আপন ঠিকানায় পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা। বাস, প্রাইভেককার, মাইক্রোবাসের পাশাপাশি পিকআপেও ফিরছেন অনেক যাত্রী।

দুপুরে দেখা যায়, দূরপাল্লার যানবাহনের চাপ প্রচুর থাকলেও নেই কোন যানজট। ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। তাছাড়া মহাসড়কে ব্যাটারিচালিতরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাপ অনেক বেশি। 

ধামরাই থানা রোড গাড়ির জন্য অপেক্ষারত সখিনা বলেন, গত ঈদের মতো এবারও কোনো যানজটে পড়তে হবে না মনে হচ্ছে। আমাদের পরিবারের তিনজনের টিকিট কাটা হয়েছে আগেই। এখন গাড়ির অপেক্ষা।

হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসনে কাজ করছে।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাতুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই ধীরে ধীরে দূরপাল্লার যান ও প্রাইভেটকারের চাপ বাড়তে থাকে। যানজট নেই। আশা করছি, এই মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যানজট না থাকলেও বিকেলের দিকে গাড়ির চাপ আরও বাড়তে পারে। 

রুহুল আমিন/অমিয়/