মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সুমন শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২১ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব আটপাড়া গ্রামের রমিজউদ্দিন শেখ (৬৫) ও আলাউদ্দিন শেখ (৬০) নামে দুই ভাই তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা ভাগ করে দখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন সেই খাস জায়গা তার মেয়ের নামে লিজ নেন। লিজ নিয়ে আলাউদ্দিন তার সন্তানদের নিয়ে পুরো খাস জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে রমিজউদ্দিন ও আলাউদ্দিনের মধ্যে বিরোধ চলছিল।
বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারিসহ কয়েকজন মিলে আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন সিদ্দিক বেপারির সারের দোকানের সামনে দুইপক্ষকে নিয়ে মীমাংসায় বসেন। সালিশ চলার সময় আলাউদ্দিন তার লোকজন নিয়ে রমিজউদ্দিন এবং তার ছেলে সুমন শেখ, রাজন শেখ ও সুজন শেখের ওপর হামলা চালায়। হামলাকারীরা সুমনকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে সুমনের মৃত্যু হয়।
হামলার পরপরই রমিজউদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫৫) বাদী হয়ে আটজনকে আসামি করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ‘দালালের কথামতো লিজ না দিয়ে সরেজমিনে তদন্ত করে, যাচাই-বাছাই করে ভোগদখল করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটত না।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর খবরের কাগজকে বলেন, ‘এজাহার দায়েরের পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মঈনুদ্দিন/পপি/অমিয়/