ঢাকা ৩ আশ্বিন ১৪৩১, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৪, ১০:১৭ এএম
আপডেট: ২২ জুন ২০২৪, ১০:৪৭ এএম
শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সুমন শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২১ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব আটপাড়া গ্রামের রমিজউদ্দিন শেখ (৬৫) ও আলাউদ্দিন শেখ (৬০) নামে দুই ভাই তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা ভাগ করে দখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন সেই খাস জায়গা তার মেয়ের নামে লিজ নেন। লিজ নিয়ে আলাউদ্দিন তার সন্তানদের নিয়ে পুরো খাস জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে রমিজউদ্দিন ও আলাউদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। 

বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারিসহ কয়েকজন মিলে আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন সিদ্দিক বেপারির সারের দোকানের সামনে দুইপক্ষকে নিয়ে মীমাংসায় বসেন। সালিশ চলার সময় আলাউদ্দিন তার লোকজন নিয়ে রমিজউদ্দিন এবং তার ছেলে সুমন শেখ, রাজন শেখ ও সুজন শেখের ওপর হামলা চালায়। হামলাকারীরা সুমনকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে সুমনের মৃত্যু হয়। 

হামলার পরপরই রমিজউদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫৫) বাদী হয়ে আটজনকে আসামি করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ‘দালালের কথামতো লিজ না দিয়ে সরেজমিনে তদন্ত করে, যাচাই-বাছাই করে ভোগদখল করলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটত না।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর খবরের কাগজকে বলেন, ‘এজাহার দায়েরের পর তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মঈনুদ্দিন/পপি/অমিয়/

সাবেক এমপি বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ এএম
সাবেক এমপি বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগ
মঈন উদ্দিন খান বাদল

নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাবেক কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন তার স্ত্রী সেলিনা খান। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। 

সেখানে তিনি লেখেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মঈন উদ্দিন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’ 

পোস্টে তিনি একাধিক ছবি ও ভিডিও যুক্ত করে দেন। সেখানে দেখা যাচ্ছে, কবরের ওপর আগুন জ্বলছে। তা ছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবরে। 

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন সেলিনা খান। 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতাও পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলমান।’  

মঈন উদ্দিন খান বাদল ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলীতে। সেখানেই তাকে কবর দেওয়া হয়।  

সালমান/

কিশোরগঞ্জে ৪ দাবিতে শিল্পীদের গণজমায়েত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
কিশোরগঞ্জে ৪ দাবিতে শিল্পীদের গণজমায়েত
৪ দাবিতে বিক্ষোভ করেন শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা। ছবি : খবরের কাগজ

আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ জেলা কালচারাল অফিসারের অপসারণসহ ৪ দফা দাবিতে কিশোরগঞ্জে শিল্পীদের গণজমায়েত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শহরের সৈয়দ নজরুল চত্বরে জেলার সর্বস্তরের শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা জমায়েত হন। শতাধিক শিল্পী জমায়েত হয়ে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, পথনাটক, বক্তৃতায় অংশ নেন এবং কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন।

তাদের দাবিগুলো হলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণ এবং তার দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিত করা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত কাজ সম্পাদন ও নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে আন্দোলনকারীদের একজনকে সমন্বয়ক/প্রতিনিধি হিসেবে রেখে অন্তর্বর্তী কমিটি গঠন। পুরোনো সব সদস্যপদ বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত শিল্পীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রণয়ন ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শিল্পকলার গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ।

আন্দোলনকারীদের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব বলেন, ‘দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের শিল্পীদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কালচারাল অফিসার নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা দমে যাবার পাত্র নই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি পূরণে কোনো ব্যবস্থা না নিয়ে গড়িমসি করে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।’

এ বিষয়ে নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, তিনি শিল্পকলার ডিজিকে বিষয়গুলো অবগত করবেন এবং এসব দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তাসলিমা মিতু/সালমান/

 

গোপালগঞ্জে হত্যাকাণ্ড : স্থানীয় এমপিসহ ১৬০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
গোপালগঞ্জে হত্যাকাণ্ড : স্থানীয় এমপিসহ ১৬০০ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সদর থানা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিমসহ ১ হাজার ৬১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১১৮ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। 

সাবেক এমপি শেখ ফজলুল করিম ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরের সঙ্গে বাদীর স্বামী শওকত আলী দিদার টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। গাড়িবহরটি ঘোনাপাড়ায় দোলা পেট্রলপাম্পের সামনে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় শওকত আলী দিদারকে আসামিরা গাড়ি থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ রাস্তার পাশে ঢালে রেখে যান।

ওসি আরও জানান, ঘটনার পর মামলা না হলেও এরই মধ্যে ১২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারে এদের কারও নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসেবে গণ্য করা হবে।

সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মায়ানমারের ২ নাগরিক আটক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মায়ানমারের ২ নাগরিক আটক
জব্দ করা স্বর্ণ, টাকা ও মোবাইল ফোন। ছবি : খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও বার এবং নগদ টাকাসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটকরা হলেন, মায়ানমারে মংডু শহরের বাসিন্দার মো. হাফিজুর রহমান (২৮) ও মো. আনোয়ার (৩০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, সোমবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) আওতাধীন টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণপশ্চিম দিকে পৌরসভা অলিয়াবাদ এলাকার এক বাড়িতে লুকায়িত রয়েছে এমন খবরে অভিযান চালিয়ে স্বর্ণের দুইটি ব্যাগসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।

পরে দুটি ব্যাগ থেকে সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি টাকা, আড়াই লাখ মায়ানমারের মুদ্রা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এসব স্বর্ণালংকার ও স্বর্ণের বার, নগদ টাকা এবং মায়ানমারের মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা রাখা হবে এবং আটক দুইজনকে স্বর্ণ চোরাচালানের নিয়মিত মামলার করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।

মো. শাহীন/জোবাইদা/অমিয়/

ট্রাকে বালুচাপা দেওয়া ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
ট্রাকে বালুচাপা দেওয়া ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
সিলেটের কানাইঘাটে বিজিবির অভিযানে জব্দ করা দুই কোটি টাকার ভারতীয় কাপড়। ছবি : খবরের কাগজ

সিলেট অঞ্চলে সীমান্তে চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়নের হাতে ধরা পড়েছে প্রায় দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান। কানাইঘাটের সুরইঘাটে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ভারতীয় কাপড় জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, ওই স্থান দিয়ে বালুভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবির টহলদল ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি, থান কাপড় এবং অন্যান্য মালামাল জব্দ করে।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এসব মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জোবাইদা/অমিয়/