ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২, শনিবার, ০৭ জুন ২০২৫
English

চিনিকাণ্ডে গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতির ভাগনে, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:০৭ পিএম
চিনিকাণ্ডে গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতির ভাগনে, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে
নাজমুল হোসেন হীরা (বামে)। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের ভাগনে নাজমুল হোসেন হীরাকে চিনি চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো অধরা রয়ে গেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও কিশোরগঞ্জ-২ আসনের এমপিপুত্র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য তৌফিকুল হাসান সাগর।

গত রবিবার রাতে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকা থেকে ছাত্রলীগের সভাপতির ভাগনে নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ থেকে সোমবার (২৪ জুন) সকালে কিশোরগঞ্জ মডেল থানা হাজতে আনা হয় তাকে। এদিকে চিনি চোরাচালানের সূত্র ধরে বেরিয়ে আসে নারী কেলেঙ্কারির তথ্য। পর্নোগ্রাফি আইনে দুই মামা-ভাগনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক তরুণী।

চাঁদাবাজি, অপহরণ, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধ জগতে মামা-ভাগনের রাজত্বের সাম্রাজ্য বিস্তারের কথা উঠে আসছে আস্তে আস্তে। চাঁদাবাজির টাকায় চার বছরে কোটিপতি বনে গেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন। ঢাকার উত্তরায় কোটি টাকার দুটি ফ্ল্যাট, বৌলাই বাইপাসের কাছে নিজের নামে ৮০ শতাংশ ফসলি জমি ও জেলা শহরের বয়লা এলাকায় ব্যয়বহুল ডুপ্লেক্স বাড়ি করেছেন। সভাপতির পদবি পাওয়ার পর আর কারোর সাহায্য-সহযোগিতার প্রয়োজন হয়নি। ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। সেই কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন বা কমিটি বিলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্ণপাত করছে না। এদিকে বেপরোয়া মেয়াদোত্তীর্ণ কমিটিকে পুঁজি করে ছাত্রলীগের সভাপতি গড়েছেন তার অপরাধের বিশাল সাম্রাজ্য। গত বছর পারিবারিকভাবে বিয়ে করেন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও করিমগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি জুয়েলের মেয়েকে বিয়ে করেন ছাত্রলীগ সভাপতি। নাম প্রকাশে অনিচ্ছুক খুদিরজঙ্গল এলাকার কয়েকজন জানান, পারিবারিকভাবে সম্পন্ন তাদের বিয়ের খবর এলাকার সবাই জানেন।

মোল্লা সুমনের রাজনীতির হাতেখড়ি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিকের কাছে। তবে যার মাধ্যমে রাজনীতিতে আসা, তাকে ছেড়ে বেশির ভাগ সময় কিশোরগঞ্জ-২ আসনের এমপিপুত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখেন ছাত্রলীগ সভাপতি মোল্লা সুমন। সেই সখ্য থেকে চোরাই চিনির রমরমা ব্যবসা করার জন্য বিভিন্ন কৌশলে চোরাইপথে সুনামগঞ্জ থেকে চিনি আনা হচ্ছে দীর্ঘদিন ধরে। গত ১৪ জুন শুক্রবার ভোরে বগাদিয়া তালতলা এলাকা থেকে একটি চোরাই চিনির ট্রাক আটক করে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। চিনির ট্রাকটি ছাত্রলীগের আরেক গ্রুপ আটকে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনতে থানার পুলিশকে খবর দেন মোল্লা সুমনের ভাগনে নাজমুল হোসেন হীরা। 

এরপর থানা থেকে চিনির ট্রাক ছাড়িয়ে নিতে ভুয়া চালান থানায় জমা দেওয়ার ঘটনাও ঘটেছে। তখন চিনির ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। এদিকে মামলার পরপরই চিনি চোরাচালানে ব্যাংকে ও বিকাশে টাকা লেনদেন ও বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হওয়ার পরও পুলিশ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া চোরাই চিনির সঙ্গে ছাত্রলীগ সভাপতির সরাসরি সম্পৃক্ততা থাকলেও তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় ছাত্রলীগ।

সূত্র জানায়, কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা ও গ্রামগুলোতে ভারতীয় চোরাই চিনি ছড়িয়ে দিতে একটি টিম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। যেখানে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সহযোগীর কাজ করে যাচ্ছেন।

একাধিক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে সবচেয়ে বড় চিনি চোরাচালানের ঘটনায় কিশোরগঞ্জ-২ আসনের এমপিপুত্র তৌফিকুল হাসান সাগরের হাত রয়েছে। সবকিছুই মুঠোফোনে নিয়ন্ত্রণ করেন সাগর। ইতোমধ্যে চিনি সিন্ডিকেটে জড়িত ব্যক্তিরা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভারতীয় চিনির ব্যবসায় সহযোগিতা করছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ তুহিন। তার নেতৃত্বে চিনি বিক্রয়ের টাকা জমা রাখা হয়। এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, যুবলীগ নেতা রাজন মিয়া, যুবলীগ নেতা রাজিব। তারা প্রত্যেকেই কিশোরগঞ্জ-২ আসনের এমপির ঘনিষ্ঠ। তবে তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে চান না। সবাই এমপির লোক বলে এলাকার মানুষজন ভয়ে ভয়ে থাকে।

চিনি সম্পৃক্ততায় ভাগনে হীরাকে গ্রেপ্তারের বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনকে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

চিনি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ খবরের কাগজকে বলেন, চিনি চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার কারণে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের ভাগনে নাজমুল হোসেন হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা যারা চিনি চোরাচালানের সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের দিন প্ল্যাকার্ড নিয়ে সুমনা‌ ‘হত্যার’ বিচার দাবি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
ঈদের দিন প্ল্যাকার্ড নিয়ে সুমনা‌ ‘হত্যার’ বিচার দাবি
ছবি: সংগৃহীত

যশোরে ঈদের নামাজ শেষে প্ল্যাকার্ড হাতে সুমনা‌ ‘হত্যার’ বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান। এ সময় তার কোলে ছিল সুমনার ১১ মাস বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া।
 
শনিবার (৭ জুন) যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ শেষে তিনি এই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।

যৌতুকের জন্য সুমনাকে চাপ প্রয়োগ করতে থাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ৷ প্রতিনিয়ত মারধর আর মানসিক নির্যাতনে দিশেহারা অবস্থা হয় সুমনার। গত ২৯ মে সুমনাকে ব্যাপক মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন স্বামী। পরদিন সুমনার বাবা-মা যৌতুকের টাকা ছাড়াই তাকে আবার শ্বশুরবাড়ি ফেরত পাঠায়। ৩০ মে বিকেলে ঝুলন্ত অবস্থায় সুমনার লাশ উদ্ধার করা হয়।

রাশেদ খান বলেন, আমার কোলে শিশুটি হচ্ছে সুমনার মেয়ে। ১১ মাস বয়স। যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে হৃদয় হাসানের সঙ্গে সুমনার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন ক্রমাগত চাপ দিতে থাকে। চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। আমরা এটিকে হত্যাকাণ্ড মনে করি।
 
তিনি আরও বলেন, সুমনার শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে শহরের প্রভাবশালী মহলের দ্বারস্ত হয়েছেন ৷ যা ন্যায় বিচারকে প্রভাবিত করছে ৷ অবাক করার বিষয় হলো, প্রায় এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত এই মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। 

রাশেদ খান আত্মহত্যায় প্ররোচণাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সুমনার ভাই সুমন হোসেন আত্মহত্যার প্ররোচণার অভিযোগে হৃদয় হাসান, তার বাবা হারেজ আলী, মা শম্পা বেগম ও চাচা টুকু আলীর বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইচ আর তুহিন/অমিয়/

জয়পুরহাটে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০১:১২ পিএম
জয়পুরহাটে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। 

জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শনিবার (৭ জুন) সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

এই জামাতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ ইউসুফ আলী।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট সালামত আলী, পিপি শাহানুর রহমান শাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার মানুষ নামাজ আদায় করেন।

এ ছাড়াও জয়পুরহাট চিনিকল জামে মসজিদ, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, তেঘর উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ঈদগাহ, কাশিয়াবাড়ী ঈদগাহ, তালীমূল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পুলিশ লাইনস মাঠ, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠ, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠ, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ৪৫০টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে আল্লাহর রহমত, দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাগর কুমার/অমিয়/

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের ৩ বার জব্দ

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
পাঁচবিবি সীমান্তে স্বর্ণের ৩ বার জব্দ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকা থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনটি বারের মোট ওজন ৫৭ ভরি ১১ আনা। এর বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০  টাকা। 

শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ উদ দৌলা।

তিনি জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় শুক্রবার বিকেলে টহল দেওয়ার সময় সন্দেহজন এক নারীকে ঘোরাফেরা করতে দেখে। এ সময় ওই নারী বিজিবির উপস্থিতি টের পেয়ে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যান। পরে টহলদল এই প্যাকেট থেকে ৫৭ ভরি ১১ আনা  ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ করে।

সাগর কুমার/অমিয়/

শাজাহানপুরে ঈদের নামাজে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৫, ১২:৫৮ পিএম
শাজাহানপুরে ঈদের নামাজে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
চাঁন মিয়া ও তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বামুনিয়া মন্ডলপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া ও তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।

শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এ সময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে পার হচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পরিবহণ তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

অমিয়/

গোমস্তাপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:৫৮ এএম
গোমস্তাপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার চৌডালা বেলাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চৌডালা বেনীচক গ্রামের  আহসান হাবিবের ছেলে ইজিবাইকের চালক জাহিদ হোসেন ও যাত্রী বোয়ালিয়া ঘাটনগর এলাকার মিঠনের ছেলে হাসান (১১)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আসাদুল্লাহ/অমিয়/