গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিলুফা বেগম (৩৩) নামে এক যাত্রী।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
নিহত ছকু শেখ কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে।
ওসি জানান, উপজেলার ফুকরা থেকে ভ্যানে যাত্রী নিয়ে মিল্টন বাজার যাচ্ছিলেন ছকু শেখ। ভ্যানটিকে মাদরাসার সামনে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ছকু শেখ নিহত হন ও যাত্রী নিলুফা বেগম আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাসটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাদল সাহা/ইসরাত চৈতী/অমিয়/