নাটোরের সিংড়ায় এক রিকশাচালককে মারপিট করায় থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) পুলিশলাইন্সে ক্লোজড করা হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই এএসআইয়ের নাম সেলিম রেজা। ভুক্তভোগী রিকশাচালকের নাম হারুন আলী। তিনি সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইশা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী রিকশাচালক মো. হারুন আলীর দাবি, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া দমদমা এলাকায় রিকশাটির মিটারের তার ছিঁড়ে যায়। ওই তারটির সংযোগ নিতে তিনি অনেক কষ্টে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে কোর্ট মাঠ পার হতেই দুই পুলিশসহ তিনজন তাকে থামায়।
এ সময় এএসআই বলেন, ‘তোকে সিগন্যাল দিলাম, তুই দাঁড়ালি না কেন। তিনি মিটারের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি বললেও ওই এএসআই রিকশায় তাদের পৌঁছে দিতে বলে। এতে অপারগতা জানালে তাকে পেছন থেকে দুইবার মারপিট করে। এরপর তাকে ওই অবস্থাতেই রিকশায় তিন পুলিশকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে হয়।’
এদিকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। বিষয়টি নজরে এলে শনিবার দুপুরে ওই এএসআইকে ক্লোজড করা হয়।
কামাল মৃধা/ইসরাত চৈতী/অমিয়/