কলার বাগানে কাজ করার সময় বিষধর সাপ রাসেলস ভাইপারের দংশনের শিকার হন মো. রুবেল (২৬) নামে এক যুবক। এরপর সাপটি মেরে বস্তাবন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাজির হন তিনি।
শুক্রবার (৫ জুলাই) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে এ ঘটনা ঘটে। দংশনের শিকার মো. রুবেল কৈকুন্না গ্রামের জিনাত আলীর ছেলে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, গতকাল সকালে কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার মো. রুবেলকে কামড় দেয়। এরপর তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপটি বস্তাবন্দি করে চিকিৎসা নিতে দ্রুত রামেক হাসপাতালে আসেন। হাসপাতালে ভর্তির পর তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নেন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
রুবেল জানান, সকালে কলাবাগানে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ করে রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে সেটিকে বস্তায় ভরে নিয়ে দ্রুত তিনি রাজশাহী মেডিকেলের উদ্দেশে রওয়ানা হন।
এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের দংশনের শিকার হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। তিনিও সাপটি মেরে বস্তাবন্দি করে রামেক হাসপাতালে হাজির হন। চিকিৎসার জন্য তাকে আইসিইউতে থাকতে হয়েছিল। পরে সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন।