লক্ষ্মীপুরে রামগতিতে সাপের কামড়ে আবিদ হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুলাই) রাত ৩টায় নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।
আবিদ হোসেন উপজেলার বালুচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও স্লুইজ গেট এলাকার ব্যবসায়ী বেলাল উদ্দিনের ছেলে।
আবিদের স্বজন ও এলাকাবাসী জানায়, রামগতির আলেকজান্ডার ২নং ওয়ার্ডের স্লুইজ গেট এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাবার সঙ্গে মাছ ধরতে যায় আবিদ। এ সময় তার পায়ে কামড় দেয় সাপ। এতে শরীর কালচে হয়ে যায়। পরে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৩টায় মারা যায় আবিদ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রিপন পাটওয়ারী অভিযোগ করে খবরের কাগজকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় আবিদের মৃত্যু হয়েছে। যদি সঠিক সময়ে আবিদকে ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে এমন নাও হতে পারত।’
রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ বলেন, ‘রাত দেড়টার দিকে আবিদ হোসেনকে হাসপাতালে আনা হয়। এ সময় সে ঘন ঘন শ্বাস নিচ্ছিল। পরে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সাপে কামড়ে মারা গেছে, নাকি অন্য কারনে সেটা নিশ্চিত হতে পারিনি। ভ্যাকসিনের কোনো সংকট নেই।’
রফিকুল ইসলাম/ইসরাত চৈতী/অমিয়/