নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৫ ও ৬ নং এবং আকচা ইউনিয়নের ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন, মো. নওশাদ আলী, মো. কাউসার হোসেনসহ দুই ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।
বক্তব্যে তারা বলেন, ‘রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর হাজীপাড়া গ্রামের প্রায় ১২ হাজার মানুষের যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল স্থানীয়দের তৈরি করা বাঁশের সাঁকো। কিন্তু বর্তমানে ভারী বর্ষণের ফলে ও নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই সাঁকোটি ভেঙে যায়। এতে বাজার করা থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয়। এ ছাড়া শিশু-কিশোরদের বিদ্যালয়ে যেতেও অনেক বেগ পেতে হয়। তাই নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা। অবিলম্বে আমাদের দাবি যেন বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘সমীক্ষার কাজ চলছে। যদি ব্রিজ নির্মাণের জন্য এটি উপযুক্ত জায়গা হয়, তাহলে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব।’