ঠাকুরগাঁওয়ে ব্রিজের দাবিতে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়ির সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার (১২ জুলাই) সকালে শহরের কলেজপাড়ায় অবস্থিত রমেশ চন্দ্র সেনের বাসভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।
এলাকাবাসীর দাবি, ৪৪ বছর ধরে ব্রিজের জন্য রহিমানপুর ও আকচা ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ বিভিন্ন দপ্তরে ঘুরেছেন কিন্তু ব্রিজ নির্মাণ হয়নি। ব্রিজের অভাবে বর্ষাকালে শিশুরা স্কুলে যেতে পারে না। এ ছাড়াও ওই গ্রামের মানুষকে চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়রা চাঁদা তুলে কাঠের ব্রিজ তৈরি করলেও প্রতিবছর ঝড়-বৃষ্টিতে তা ভেঙে যায়। বর্ষাকালে তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। তাই শুক্রবার ব্রিজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামের মানুষ।
এর আগে গত মঙ্গলবার (৯ জুলাই) এলাকাবাসী জেলা প্রশাসক ও উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন খবরের কাগজকে বলেন, ‘দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে ব্রিজ নির্মাণ না হলে আমরা আমরণ কর্মসূচি পালন করব। ৪৪ বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছি কিন্তু কাজ হচ্ছে না।’
স্কুলছাত্রী সুরাইয়া বলেন, ‘বর্ষাকালে আমরা স্কুল যেতে পারি না। ভেলায় করে নদী পার হতে ভয় লাগে। ভেলা উল্টে গিয়ে গত বছর একজন মারা গেছেন। আমরা স্কুলে যেতে চাই। তাই মাননীয় এমপির কাছে একটা ব্রিজ নির্মাণ করে দেওয়ার দাবি আমাদের।’
নবীন হাসান/ইসরাত চৈতী/