স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বিভিন্ন মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে হারিয়ে যাওয়ার নাটক করছেন নাটোর সদর উপজেলার জাকারিয়া নামে এক যুবক। তিনি কেঁদে কেঁদে মেয়েকে খুঁজে দেওয়ার আকুতি জানাচ্ছেন। তার এমন কান্নার অভিনয়ে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, বর্তমানে তার স্ত্রী ও মেয়ে তারই ফুফুর বাড়ি হালসা ইউনিয়নের পুরুলিয়া গ্রামে অবস্থান করছেন।
জাকারিয়া জানান, তিনি দিনমজুর। গত শুক্রবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে হালসা ব্রিজ এলাকায় খেলতে যায় মেয়ে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়ার ফুফা সোবহান বলেন, ‘জাকারিয়া মিথ্যা কথা বলেছে। সে নিজেই মেয়ে ও স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়ে ও জাকারিয়ার স্ত্রী আমার বাড়িতে রয়েছে।’
রবিবার (১৩ জুলাই) সকালে এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া বলেন, ‘স্ত্রীর সঙ্গে গত তিন দিন ঝগড়া হয়েছে। স্ত্রী এখন ফুফার বাড়িতে আছেন। তবে মেয়েকে খুঁজে পাচ্ছি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফুফাদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে। তাই অমন মিথ্যা কথা বলছেন। মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়ার ফুফু মমতাজ বেগম বলেন, জাকারিয়া কোনো কাজ করে না। সারাদিন ঘুরে বেড়ায়। তার স্ত্রী মাজেদা মানুষের জমিতে কাজ করে সংসার চালায়। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ছয় বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানাসহ মাজেদা তার বাড়ি পুরুলিয়ায় আসে। আমাকে মাজেদা জানায়, জাকারিয়া তার কাপড়সহ সবকিছু রেখে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখনো মেয়ে জাকিয়া সুলতানা ও মাজেদা আমার বাড়িতেই রয়েছেন।
কামাল মৃধা/জোবাইদা/অমিয়/