ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করেছেন সাংবাদিকরা।
রবিবার (১৪ জুলাই) দুপুরে শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসকের অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংবাদকর্মীরা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তাদের বসার ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এর পরও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।
পরে স্থানীয় সংবাদকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ‘ঠাকুরগাঁও জেলা প্রশাসন সংবাদকর্মীদের দাওয়াত দিয়ে সেখানে বসার কোনো ব্যবস্থা করেননি। এটা অপমানজনক। তাই আমরা সংবাদকর্মীরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করেছি।’
সাংবাদিক জিয়াউর রহমান বকুল বলেন, ‘অনুষ্ঠানে অনেক সাংবাদিককে প্রবেশ করতেই দেওয়া হয়নি। এটা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করা হয়েছে। তাই আমরা অনুষ্ঠান বয়কট করেছি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
নবীন হাসান/জোবাইদা/অমিয়/