জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ বালুরচর গ্রামের বাবু শেখের স্ত্রী রোকসানা আক্তার (৩৫), দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), গোলাপ হোসেনের মেয়ে খাদিজা (১১) এবং সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে পাঁচজন একসঙ্গে বন্যার পানিতে গোসল করতে যায়। এ সময় খাদিজা ও সাদিয়া গভীর পানিতে চলে গেলে তাদের উদ্ধার করতে যান রোকসানা ও দিশা। পরে তারা চারজনই পানিতে ডুবে যায়। অপর শিশু আজাহার আলীর মেয়ে মারিয়া (১৩) চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। তারা সবাই একে অপরের প্রতিবেশী।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ‘পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহগুলো সুরতহাল করে আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আসমাউল আসিফ/সালমান/