মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন হালদার হত্যা মামলার দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। সুমন হালদার ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিল থেকে বিক্ষুব্ধ জনতা হত্যা মামলার অভিযুক্ত মিলেনুর রহমান মিলন ও জাহানূর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করেন।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘনটাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ জুলাই বেলা দেড়টার দিকে পাঁচগাঁও গ্রামে ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা প্রতিপক্ষ।