সাতক্ষীরার শ্যামনগরে মানব পাচার চক্রের প্রধান আব্দুল্লাহ তরফদার ও দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ জুলাই) উপজেলার কালিঞ্চি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আব্দুল্লাহ তরফদার (২৮) কালিঞ্চি এলাকার বাসিন্দা। আটক রোহিঙ্গা নারীরা হলেন- সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১)।
সাজিদা কক্সবাজারের টেকনাফের বাঁশনল ক্যাম্পে এবং হাজরা বেগম কক্সবাজার সদরের ১৮ নম্বর ক্যাম্পে বসবাস করেন।
রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের কৈখালী ক্যাম্পের ইনচার্জ লিয়াকত হোসেন বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তবর্তী কালিন্দি নদী দিয়ে ভারতে পাচারের জন্য দুই রোহিঙ্গা নারীকে তিন দিন ধরে নিজ বাড়িতে লুকিয়ে রাখেন আব্দুল্লাহ। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ ও তার লোকজন নদীপথে রোহিঙ্গা নারী-পুরুষদের ভারতে পাচার করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদে আব্দুল্লাহর বাড়ি ঘেরাও করে ভারতে পাচারের মুহূর্তে আব্দুল্লাহ ও দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
লিয়াকত হোসেন আরও বলেন, দুই রোহিঙ্গা নারী ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হওয়ার জন্য আব্দুল্লাহর কাছে পৌঁছায়। তাদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ খবরের কাগজকে বলেন, রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুই রোহিঙ্গাসহ এক পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাকির/পপি/অমিয়/