মুন্সীগঞ্জে রোলারের নিচে চাপা পড়ে মিজানুর রহমান বেপারী (৫০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লাল মিয়া বেপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর বাইসাইকেলে সুখবাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে সিপাহীপাড়া বাজার এলাকায় মুক্তারপুর-ছনবাড়ী সড়কের কাজে ব্যবহৃত রোলার পেছনের দিকে যাওয়ার সময় বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মঈনুদ্দীন/পপি/অমিয়