ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

চট্টগ্রামের ২৭ মামলায় গ্রেপ্তার ৭০৩

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম
চট্টগ্রামের ২৭ মামলায় গ্রেপ্তার ৭০৩

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ও জেলায় গত এক সপ্তাহে মোট ২৭টি মামলায় আসামি করা হয়েছে প্রায় ৪০ হাজার। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭০৩ জন। এরা সবাই বিএনপি-জামায়াতের কর্মী ও সমর্থক।  

বুধবার (২৪ জুলাই) কোটা সংস্কার আন্দোলন ঘিরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নগরের চান্দগাঁও থানায় আরেকটি মামলা হয়েছে। এতে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে ১৬ জুলাই রাত থেকে বুধবার (২৪ জুলাই) সকাল আটটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলায় গ্রেপ্তার হয়েছে ৭০৩ জন।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় ১৬টি মামলা হয়েছে। এতে আসামি প্রায় ৩৬ হাজার। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ মোট ৩৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলায় হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা হয়েছে। এগুলোতে আসামি প্রায় চার হাজার। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৬ জুলাই বিকেলে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজন নিহত হয়েছেন। গেল ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাটে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দিন বহদ্দারহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে ।

হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন
চট্টগ্রামে সহিংসতার ঘটনায় আহত ১৬ জন ভর্তি রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রয়েছেন। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, কোটা নিয়ে সহিংসতার ঘটনায় আহত দুই শতাধিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন ১৬ জন ভর্তি আছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। অগ্নিদগ্ধ একজন আছেন আইসিইউতে।

চট্টগ্রাম ব্যুরো/জোবাইদা/অমিয়/

চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যামামলা

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:০৭ পিএম
চাঁদপুরে দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে হত্যামামলা
দীপু মনি-সহ মামলার উল্লেখযোগ্য আসামিরা

২০১৩ সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী হামলা এবং গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এই হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনিসহ ৪৯০ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে হত্যার শিকার তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার নির্দেশ দেন।

হত্যার শিকার ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বাদী মো. ফারুকুল ইসলাম সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আনোয়ার উল্লাহ পাটওয়ারীর ছেলে।

মামলায় এজহার নামীয় ১৪০ জন এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন-সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী ব্যাপক হামলা এবং গুলি চালায়। ওই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম (রতন) এর বুকের বামপাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। একই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন আহত হয়।

এই ঘটনার পর ১ ও ২ নম্বর আসামির নির্দেশে কর্তৃপক্ষের নিকট হতে নিহতের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এবং বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে ও আসামিদের হুমকি-ধমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে মামলা দায়ের করতে ব্যর্থ হন। গেল বছর ৫ আগস্টের পরে স্বৈরাচারমুক্ত হওয়ার ফলে সার্বিক পট পরিবর্তন এবং বাকস্বাধীনতা ফেরত পাওয়ায় মামলা করতে বিলম্ব হয়।

রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাদী মো. ফারুকল ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকুলে না থাকা ও বিবাদী পক্ষের নানা হুমকি ধমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশা করি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।

মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় একযুগ পরে বাদী মামলাটি দায়ের করেন। আশা করি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।

ফয়েজ আহমেদ ফয়েজ/মাহফুজ

ময়মনসিংহে হতদরিদ্রদের জন্য বরাদ্দের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
ময়মনসিংহে হতদরিদ্রদের জন্য বরাদ্দের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ
জব্দ করা চাল

ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, রামনাথপুর এলাকায় আবদুর রশিদ তার বাড়িতে বিপুল পরিমাণ ভিজিএফ চাল মজুদ করে রেখেছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ভোর পাঁচটার দিকে অভিযান চালানো হয়। এসময় প্রতি বস্তায় থাকা ৩০ কেজি ওজনের ৯৭ বস্তা (২ হাজার ৯১০ কেজি) ভিজিএফ চাল জব্দ করা হয়।

ওসি বলেন, দৌড়ে পালিয়ে যাওয়ার আগেই আবদুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ

 

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম
রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাজশাহীতে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এবার নগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৭টায়।

বুধবার (৪ জুন) জেলা প্রশাসনের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময় অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে।

বিবরণীতে আরও জানানো হয়, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও প্রধান সড়কগুলোকে সজ্জিত করা হবে।

ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পরিবার, সেফ হোমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে জেলা প্রশাসন থেকে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে অনুরোধ জানানো হয়েছে।

এনায়েত করিম/মাহফুজ

 

জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে হবে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে হবে চট্টগ্রামের প্রধান ঈদ জামাত
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে কোরবানির ঈদের নামাজের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এদিন সকাল সাড়ে ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ। তিনি বলেন, মসজিদটিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও অন্যান্য মসজিদগুলোতে ৮টা কিংবা ৭টা ৪৫ মিনিট থেকে নামাজ শুরু হবে। 

প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

মামুনুর রশীদ জানান, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন প্রান্তে আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টার মধ্যে এসব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সময়গুলো তারা ঠিক করে নেবে। এগুলো হলো- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন।

তিনি জানান, জমিয়তুল ফালাহ মসজিদে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ রাজনৈতিক বিভিন্ন নেতারা নামাজে অংশ নেবেন। নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের জমিয়তুল ফালাহ মসজিদের বাইরে যে মাঠ রয়েছে সেখানে ত্রিপল দিয়ে প্যাণ্ডেল তৈরি করা হচ্ছে। এখানে ৩০ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের পানি, আলো, স্যানিটেশনসহ সব ধরনের সুবিধা ঠিকঠাক রয়েছে কি না যাচাই করা হচ্ছে। 

মনির/মাহফুজ

 

নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে আট পুরুষ, ২১ নারী ও তিন শিশু রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাত ৩টার দিকে পুশইনের এ ঘটনা ঘটে। বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, পুশইন করা ৩২ জনকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলায়। তারা বিভিন্ন সময়ে (২ মাস থেকে ১০ বছর আগে) ভারতে গিয়েছিলেন। তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।