সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল ভুঁইয়া নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুলাই) ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
রুবেল ভুঁইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ডাদেশ পেয়ে গত ১৩ জুলাই কারাগারে আসেন রুবেল ভুঁইয়া। আজ (রবিবার) ভোর ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
শিশির/পপি/অমিয়/