চট্টগ্রামের বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
সোমবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যান চবির শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবার। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, চবি ইতিহাস বিভাগের অধ্যাপক জামাল আকবর চৌধুরী, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, এইচ এম আলী আবরাহা, মোস্তফা রাহিলা চৌধুরী, ইঞ্জিনিয়ার আসলাম, চবি ইতিহাস বিভাগের ছাত্র আরেফিন কনা, হারুন অর রশীদ, তাহমিদ হাসান তৌকি, মো. মাসুম বিল্লাহ, সাঈদ আনোয়ার, আলাউদ্দিন মজুমদার, মোরসালিন প্রমুখ।
গেল ১৮ জুলাই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন হৃদয় চন্দ্র তরুয়া। চার দিন আইসিইউতে থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
ইফতেখারুল/জোবাইদা/অমিয়/