
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া কয়েকটি স্থানে লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর রয়েল মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি, ডালমিল মোড়, ডাকবাংলা ও পিকচার প্যালেসসহ বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এদিন দুপুর সোয়া ২টার দিকে সাতরাস্তা মোড়ে বিক্ষোভকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর পর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে রয়েল মোড় থেকে পিটিআই মোড় পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করে।
এর আগে সকাল থেকেই পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে। দুপুর ১২টার দিকে ময়লাপোতা এলাকায় শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ মিছিল নিয়ে রয়েল মোড়ে অবস্থান নেয়। একই সময় পিটিআই মোড়ে শিক্ষার্থীদের আরেকটি অংশের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এখানে লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়।
খুলনা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘খুলনায় শিক্ষার্থীরা এতদিন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার রাতে সার্কিট হাউজে শিক্ষার্থীদের একটি অংশ কর্মসূচি প্রত্যাহারও করে। তবে বুধবার শিক্ষার্থীদের আরেকটি অংশ হঠাৎ করেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।’
মাকসুদ রহমান/সালমান/