নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় দায়িত্বরত ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নতুন জেল সুপার শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেলা কারাগারে মোট ৭৬ জন কারারক্ষী রয়েছেন। ঘটনার দিন আটজন ছুটিতে ছিলেন। যারা দায়িত্বে ছিলেন সেই ৬৮ জনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।’
গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ৯ জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি ও খাদ্যদ্রব্য এবং কারাগারের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল লুট করা হয়।
ঘটনা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।
এদিকে, পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখন পর্যন্ত এক জঙ্গিসহ ৫৯২ জন আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। লুট হওয়া ৪৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বেশ কিছু গুলি উদ্ধার করা গেলেও তার সঠিক পরিমাণ জানা যায়নি। এ ছাড়া পলাতক চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
শাওন খন্দকার/সালমান/