ঢাকা ৩০ আষাঢ় ১৪৩২, সোমবার, ১৪ জুলাই ২০২৫
English

বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেওয়া হবে না: নাছির

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৮:৫৬ এএম
বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেওয়া হবে না: নাছির
ছবি: খবরের কাগজ

কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত শিবিরকে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজম মার্কেট চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনগণকেই দায়িত্ব নিতে হবে। সরকার নাগরিকদের এই মহান দায়িত্ব পালনে সব ধরনের সহায়তা ও সমর্থন করে যাবে। এই দায়িত্ব পালনে আমরা সরকার ও জনগণের পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রতিটি নাগরিকের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছি। যেখানে এবং যেভাবেই বিএনপি-জামায়াত শিবিরের পেশাদার দুর্বৃত্তরা ঘাপটি মেরে থাকবে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, মুক্তিযুদ্ধা এনামুল হক চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য হাজি বেলাল আহমদ, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন প্রমুখ।

কেন্দ্রের ভুলে ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য, সংশোধিত ফলাফলে অনেকে পেল জিপিএ-৫

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
কেন্দ্রের ভুলে ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য, সংশোধিত ফলাফলে অনেকে পেল জিপিএ-৫
ছবি: সংগৃহীত

যশোরে কেন্দ্র সচিবের উদাসীনতায় বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসে। কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের এমন ফলাফল আসে। অবশ্য তিন দিন পর রবিবার (১৩ জুলাই) বিকেলে সংশোধিত ফলে অনেকে জিপিএ–৫ পেয়েছে। এ কেন্দ্রটির নাম হচ্ছে যশোর শহরতলীর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়।

এখানে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঘোষিত ফলাফলে সে ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫ পেলেও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। 

মিয়ারাজ জানায়, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। ওই ‘কেন্দ্রের ভুলের কারণে’ বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পরে কেন্দ্রসচিব সংশোধিত ফলাফলের জন্য শিক্ষা বোর্ডে চিঠি দিলে রবিবার তাদের ফলাফল নতুন করে প্রকাশ করা হয়।

মিয়ারাজ ইসলাম আরও জানায়, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫, একটিতে এ এবং রসায়ন বিষয়ে অকৃতকার্য আসে। পরে শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে জিপিএ–৫ পেয়েছে সে। ভুল ফলাফলের কারণে মা–বাবাসহ গত কয়েক দিন মানসিক যন্ত্রণায় গেছে। এখন জিপিএ–৫ পাওয়ায় বাড়ির সবাই খুব খুশি।

পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তাদের সবাই অকৃতকার্য হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাইলে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।

কেন্দ্রসচিব খানজাহান আলী জানান, কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ের ফলাফল অকৃতকার্য আসে, তারা বুঝতে পারেননি। ফল সংশোধনের আবেদন করার পর রবিবার শিক্ষা বোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আজ তাদের ফলাফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এইচ আর তুহিন/মাহফুজ

 

প্র্যাকটিক্যাল নম্বর পাঠানো হয়নি বোর্ডে, এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
প্র্যাকটিক্যাল নম্বর পাঠানো হয়নি বোর্ডে, এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল
ছবি: খবরের কাগজ

নির্ধারিত সময়ে প্র্যাকটিক্যাল বিষয়ের নম্বর শিক্ষা বোর্ডে না পাঠানোর কারণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া কামিল মাদ্রাসার এসএসসি (ভোকেশনাল) শাখার সব পরীক্ষার্থী ফেল করেছে। ফেল করা ওই প্র্যাকটিক্যাল বিষয়টি ছিল ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’।

রবিবার (১৩ জুলাই) দুপুরে এসব তথ্যের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক শামসুদ্দিন এবং মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মজিদিয়া আলিয়া মাদ্রাসা থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তারা নিয়মিতভাবে লিখিত ও প্র্যাকটিক্যাল উভয় পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবাই ফেল করেছে। পরে পরীক্ষার্থীরা ফল বিশ্লেষণ করে দেখতে পায়, সবাই ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’ বিষয়ে ফেল করেছে।

পরীক্ষার্থী মো. মোস্তফা কামাল ও মো. আল আমিন বলেন, আমরা সব পরীক্ষা দিয়েছি। ওই বিষয়ে স্যার আমাদের কাছ থেকে কিছু মালামাল কেনার কথা বলে টাকা চেয়েছিলেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক শামসুদ্দিন বলেন, নম্বর সময়মতো পাঠানো হয়নি বলেই ফল খারাপ এসেছে। তবে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট সংশোধন হয়ে আসবে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা বলেন, আমরা প্র্যাকটিক্যাল বিষয়ের নম্বর ৮ জুলাই বোর্ডে পাঠিয়েছি। আশা করছি দ্রুত ফল সংশোধন হয়ে যাবে।

ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, ঘটনার ব্যাপারে আমি কিছু জানতাম না। সব পরীক্ষার্থী ফেল করেছে। এটা অস্বাভাবিক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেন এমন হলো, তা খতিয়ে দেখা হবে।

ফয়েজ আহমেদ/মাহফুজ

 

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: খবরের কাগজ

মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের আধুনিক কৌশল, সাংবাদিকতার নৈতিকতা এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালা শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

সকাল ১১টায় কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সিলেটের শহিদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং সকল শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়।

কর্মশালায় টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া বিষয়ে প্রশিক্ষণ দেন এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমেদ, লাইভ এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দিয়েছন যমুনা টিভির সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর প্রশিক্ষণ দিয়েছেন এনটিভি নিজস্ব প্রতিবেদক (সিলেট) সজল ছত্রী, ভিডিও জার্নালিজম নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন এখন টিভি সিলেট ব্যুরো ভিডিও জার্নালিস্ট অনিল কুমার পাল, ফটো সাংবাদিকতায় প্রশিক্ষণ দিয়েছেন ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল আলম নাসির এবং প্রথম আলোর নিজস্ব ফটো সাংবাদিক আনিস মাহমুদ ও ডিজিটাল ফ্যাক্টচেকিং নিয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‌‘এএফপি’ বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক, দ্যা ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দিন শিশির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী বলেন, সৎভাবে সমাজের অপরাধ লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে। সাংবাদিকতায় যদি অসৎভাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে না পারেন তাহলে পুরো জাতিকে বিভ্রান্তির দিকে ঢেলে দিবেন।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মাসুদ আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বি, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি। অনুষ্ঠানের  শুরুতে স্বাগত বক্তব্য দেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন।

কর্মশালার বিভিন্ন সময়ে এসে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।

উল্লেখ্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসায় ব্যয় করা হবে।

শাকিলা ববি/মাহফুজ

কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
কনে দেখাতে না পারায় প্রাণ গেল ঘটকের
ঘটককে হত্যাকারী বর। ছবি: খবরের কাগজ

চাঁদপুরে দুই দফায় ১০ হাজার টাকা নিয়ে কনে দেখাতে না পারায় ক্ষুব্ধ হয়ে মারধর ও পানিতে চুবিয়ে হাবিব উল্লাহ নামে এক ঘটককে হত্যার অভিযোগ উঠেছে বর মো. কামাল মীরার বিরুদ্ধে।

রবিবার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, ১১ জুলাই বেলা ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুর ইউপির গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুরের মধ্যে একজন পুরুষ মানুষের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সেখানে গিয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মো. হাবিব উল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে মর্গে পাঠায়।

প্রাথমিক পর্যায়ে ওই ঘটকের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে স্থানীয় লোকজন এসে জানায় মৃত ব্যক্তির নাম হাবিব উল্লাহ। তিনি পুটিয়ারপাড় এলাকার মনোয়ারা বেগম মনুর স্বামী। পরবর্তীতে তাদের পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে এবং মৃতের স্ত্রী অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলার করে। 

এরপর পুলিশ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় থেকে আসামি কামাল মীরাকে গ্রেপ্তার করে। কামাল মীরা বরিশাল জেলার চরমোনাই রাজারচর গ্রামের মৃত খালেক মীরার ছেলে।

পুলিশ জানায়, আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে জানায় মৃত হাবিব উল্লাহর সঙ্গে তার ৩ থেকে ৪ মাস আগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় চায়ের দোকানে পরিচয় হয়। হাবিব উল্লাহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং আসামি কামাল মীরা ডেমরার কোনাপাড়া এলাকায় একটি প্রেসের কারখানায় নৈশ প্রহরীর কাজ করত। 

আসামি কামাল মীরার প্রথম স্ত্রী তার সংসার ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ায় সে দ্বিতীয় বিয়ে করার জন্য মনস্থির করে। তখন হাবিব উল্লাহর সঙ্গে পরিচয় হলে তাকে দ্বিতীয় বিয়ে করানোর মতো মেয়ে তার কাছে আছে বলে প্রস্তাব করেন। সেই সুবাদে আনুমানিক এক মাসে আগে হাবিব উল্লাহ তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা নেয় এবং গত ১০ জুলাই হাবিব উল্লাহ মতলব উত্তর থানাধীন তার শ্বশুরবাড়ি এলাকায় আসামি কামাল মীরাকে মেয়ে দেখানোর কথা বলে পুনরায় নগদ ৪ হাজার টাকা নেন এবং তারা উভয়ই বিকেলের দিকে মুরাদপুর এলাকা থেকে মতলব উত্তর থানা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে সন্ধ্যার সময় প্রথমে শাহ্ সোলেমান লেংটার মাজারে আসে।

মাজারে অনেকটা সময় ঘোরাঘুরি করার পর আসামি কামাল মীরা হাবিব উল্লাহকে কখন মেয়ে দেখতে নিয়ে যাবে এই কথা বলে তাগিদ দিলে হাবিব উল্লাহ আসামিকে নিয়ে রাত ১১টার দিকে গোপালকান্দি বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুর পাড়ে নিয়ে আসে। 
সেখানে বসে তারা উভয়ে গল্প করার সময় হাবিব উল্লাহ তাদের সঙ্গে থাকা মোবাইল বন্ধ করে দেয়। উভয়ের মধ্যে পুকুরের পাকা সিঁড়ির উপর ধস্তাধস্তি শুরু হয়। এই ধস্তাধস্তির ফলে তারা উভয়ই পাকা সিঁড়ির মধ্যে পড়ে গিয়ে মুখমণ্ডলসহ শরীরে অনেক জায়গায় জখম প্রাপ্ত হয়।

আসামি কামাল মীরা হাবিব উল্লাহকে অতর্কিত তলপেটে ও অণ্ডকোষ বরাবর লাথি মারলে হাবিব উল্লাহ যখন একটু দুর্বল হয়ে যায় তখন কামাল মীরা হাবিব উল্লাহকে পানিতে চুবিয়ে ধরে। এই সময় হাবিব উল্লাহ আসামির ডান হাতের দুটি আঙ্গুলে কামড় দিয়ে জখম করে। পরবর্তীতে হাবিব উল্লাহ নিস্তেজ হয়ে পড়লে আসামি সাঁতরে পুকুরের অপর প্রান্ত দিয়ে উঠে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী নামক এলাকায় আত্মগোপনে চলে যায়।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পুলিশ প্রথমে হত্যার কোনো সূত্র পায়নি। পরে বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

সুমন/

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় পৌর মেয়রসহ কারাগারে ৭

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় পৌর মেয়রসহ কারাগারে ৭
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগরসহ সাতজনকে বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর হোসেন শিপন জামিন আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।

জামিন না পাওয়া অন্য আসামিরা হলেন- বিরল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন, ইউপি সদস্য মো. মহসিন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, সাজ্জাদ হোসেন সাজু এবং মোজাফফর হোসেন।

দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার ছোট ভাই মারুফ হোসেনসহ দলটির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালিয়ে একজন ছাত্রকে হত্যার অভিযোগে মামলা হয়। একই ঘটনায় শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ আহত হন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও রাজনৈতিক সহিংসতার একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, জামিন আবেদন করলে আদালত দুই পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুলতান মাহমুদ/সুমন/