ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০৯ জুন ২০২৫
English

গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইক, নিহত ৪

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম
গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইক, নিহত ৪
ছবি : খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ইজিবাইকের যাত্রী দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৮ জন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দিতে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মমবরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৪০) ও আবুল খায়ের শেখ (৩৫), একই গ্রামের আবুল কালামের ছেলে ইয়ার আলী (৪০) ও চুন্নু শেখের ছেলে হাসান শেখ (২৬)।

ওসি জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় অটোরিকশাটি বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে। এতে বাসটি মাহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের দুই যাত্রী আবুল বশার শেখ ও আবুল খায়ের শেখ। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে আহত ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইয়ার আলী ও ইজিবাইকচালক হাসান শেখ মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।

বাদল সাহা/অমিয়/

ঘিওরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:৪৩ এএম
ঘিওরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম শেখ (৪২) নামে একজন নিহত হয়েছেন।

রবিবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পঞ্চরাস্তা ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম শেখ দৌলতপুর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মো. ঠান্ডু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম শেখ মারা যান।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কহিনুর মিয়া জানান, খবর পেয়ে বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসাদ জামান/অমিয়/

কোটালীপাড়ায় ধর্ষণচেষ্টার সালিশে মারপিট, আহত ১০

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:২৯ এএম
কোটালীপাড়ায় ধর্ষণচেষ্টার সালিশে মারপিট, আহত ১০
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্ষণচেষ্টার সালিশে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

আহত আবু বক্কার শেখ (২৮), ওসমান শেখ (২৫), আলী শেখ (২২), হাসিব শেখ (২১) ও লাকি খানমকে (২৩) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গত শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার শুয়াগ্রামের এক নারীর ঘরের বেড়া কেটে একই গ্রামের রিপন মধু ও রাজিবুল বিশ্বাস মুখোশ পড়ে ঢুকে। ওই নারীর স্বামী রাতে বাড়িতে না থাকা সুযোগে রিপন ও রাজিবুল তাকে ধর্ষণের উদ্দেশ্যে হাত পা বাঁধার সময় ওই নারীর সঙ্গে হাতাহাতিতে রিপনের মুখোশ খুলে যায়। পরে ওই নারী রিপন ও রাজিবুলকে চিনে ফেললে তারা ঘর থেকে পালিয়ে যান।

এ ঘটনা এলাকায় জানাজানি হলে রবিবার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে সালিশ ডাকা হয়। সালিশে দুইপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে রিপন ও রাজিবুল লোকজন নিয়ে ওই নারীর লোকজনকে মারপিট করেন। এতে ১০ জন আহত হন। 

ভুক্তভোগী নারী বলেন, ‘গত শুক্রবার রাতে আমার স্বামী চাকরির সুবাদে বাইরে ছিলের। ঘরে আমি একা ঘুমিয়ে ছিলাম। রাতে এই এলাকার খগেন্দ্রনাথ মধুর ছেলে রিপন মধু ও সুরাত বিশ্বাসের ছেলে রাজিবুল বিশ্বাস মুখোশ পরে আমার ঘরে বেড়া কেটে ঢুকে। তারা প্রথমে আমাকে চেপে ধরে ওড়না দিয়ে হাত পা বাঁধতে থাকে। হাত-পা বাঁধার এক পর্যায়ে আমি লাথি মারলে রিপন মধুর মুখোশ খুলে যায়। আমি রিপন মধুকে চিনে ফেলার কারণে তারা আমাকে রেখে পালিয়ে যায়। বিষয়টি আমি এলাকায় লোকজনকে জানালে আজ রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সালিশ বৈঠকে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকদের নিয়ে আমাদের লোকজনকে মারপিট করে। আমি রিপন মধুসহ এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’ 

এ ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন মধু ও রাজিবুল বিশ্বাস পলাতক। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় মাতব্বর রনজিত মধু ও সালাম মেম্বার বলেন, সালিশের এক পর্যায়ে রিপন মধু ও রাজিবুল বিশ্বাস লোকজন নিয়ে বৈঠকে উপস্থিত কয়েকজনকে মারধর করেন। এ ঘটনার পরে আমরা বৈঠক থেকে চলে আসি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাদল সাহা/অমিয়/

সিলেটে রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:১১ এএম
সিলেটে রিকশায় ট্রাকের ধাক্কা, ইন্টার্ন চিকিৎসক নিহত
নিহত রাহিমা খানম জেসি

সিলেট নগরীর শেখঘাটে দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের ধাক্কায় রাহিমা খানম জেসি নামের সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশার চালক।

রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রাহিমা খানম দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের আবু নছরের মেয়ে। 

আহত রিকশাচালক জাকিরুল ইসলাম (৪০) চৌকিদেখি এলাকার তাজুল ইসলামের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) হাবিব।

তিনি জানান, বেপরোয়া গতির একটি ট্রাক জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিকশাটিকে যাত্রীসহ চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুছে যায় এবং  চালক ও চিকিৎসক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক জেসি মারা যান।

ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান এই পুলিশ পরিদর্শক।

অমিয়/

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:৪৪ এএম
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

শনিবার (৮ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা-সাতনইল ও  শিবগঞ্জের চককীর্তিতে এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, চককীর্তি ইউনিয়নের বিমর্ষী গ্রামের মোয়াজ্জেম হোসেন (৮৫) ও গোদাগাড়ীর পাকড়ী দিঘীপাড়ার ফারুক হোসেনের ছেলে হৃদয় আলী (২০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শনিবার রাতে মোটরসাইকেলে আমনুরা থেকে বন্ধুদের সঙ্গে শহরে আসছিলেন হৃদয়। পথে সাতনইল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হৃদয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিবগঞ্জে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মোয়াজ্জেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জেম মারা যান।
 
আইনি প্রকৃয়া শেষে দুটি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মতিউর।

আসাদুল্লাহ/অমিয়/

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৬

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৬
বাস-অটোরিকশা সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

চাঁদপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশা চালক ছিদ্দিকুর রহমান (৫০)। তার বাড়ি মতলব উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামে। 

অন্যজন অটোরিকশার যাত্রী তপন চৌধুরী (৩৫)। তিনি মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তার বাড়ি দক্ষিণ উপজেলায়। 

আহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক কিশোর ও শিশু।  

আহতদের মধ্যে চারজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং দুজন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এ ছাড়া গুরুতর আহত শাহ আলম ও সঞ্চয় ঘোষকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

বরদিয়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা নাইম ও রোকসানা বেগম খবরের কাগজকে বলেন, ‘দুর্ঘটনায়  অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিকটবর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুই যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ খবরের কাগজকে বলেন, ‘অটোরিকশা ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফয়েজ/পপি/