
বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ট্রলার থেকে ছিটকে পড়ে শাহজাহান নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
শাহজাহান কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। তিনি গত সোমবার পাথরঘাটার কামাল হোসেনের ‘এফবি মা-বাবার দোয়া’ ট্রলারে মাছ শিকারে গিয়েছিলেন।
ট্রলারের মাঝি আরমান বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর ২৭ জুলাই পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দেই। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় ২৮ জুলাই শকিনা এলাকায় আমাদের ট্রলার নোঙর করি। ২৯ জুলাই আবার সাগরে রওনা দেই এবং ফেয়ারওয়েল বয়া থেকেও ৭ ঘণ্টা দক্ষিণে পৌঁছে বিকেলে জাল পাতার জন্য ঘণ্টা বাজাই। এ সময় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরের অতিরিক্ত তুফানে শাহজাহান সাগরে পড়ে গেছেন।’
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘নিখোঁজ জেলের সন্ধানে সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে।’
কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ‘ট্রলার মালিক সমিতির মাধ্যমে বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে জানানো হয়েছে।’