ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ০৬ জুন ২০২৫
English
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:২০ এএম
উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ
শাহজাহান

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ট্রলার থেকে ছিটকে পড়ে শাহজাহান নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শাহজাহান কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের লাল শরীফের ছেলে। তিনি গত সোমবার পাথরঘাটার কামাল হোসেনের ‘এফবি মা-বাবার দোয়া’ ট্রলারে মাছ শিকারে গিয়েছিলেন।

ট্রলারের মাঝি আরমান বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার পর ২৭ জুলাই পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা দেই। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় ২৮ জুলাই শকিনা এলাকায় আমাদের ট্রলার নোঙর করি। ২৯ জুলাই আবার সাগরে রওনা দেই এবং ফেয়ারওয়েল বয়া থেকেও ৭ ঘণ্টা দক্ষিণে পৌঁছে বিকেলে জাল পাতার জন্য ঘণ্টা বাজাই। এ সময় ট্রলারের ১২ মাঝিমাল্লাকে পাওয়া গেলেও শাহজাহানকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাগরের অতিরিক্ত তুফানে শাহজাহান সাগরে পড়ে গেছেন।’

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘নিখোঁজ জেলের সন্ধানে সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে ওয়্যারলেসের মাধ্যমে জানানো হয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে।’

কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল মেহবুব বলেন, ‘ট্রলার মালিক সমিতির মাধ্যমে বিষয়টি জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনাস্থল মোংলা জোনের আওতায়। সেখান থেকে সাগরে অবস্থানরত টহল টিমকে জানানো হয়েছে।’

চট্টগ্রামে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০২:১৩ এএম
আপডেট: ০৬ জুন ২০২৫, ০২:২৬ এএম
চট্টগ্রামে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টেনের ধাক্কায় সিএনজি-অটোরিকশা-মাইক্রোবাস দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে কালুরঘাট ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায়  হাজারখানেক যাত্রী ট্রেনে আটকে আছে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, একটি শিশুসহ অনেকে রক্তাক্ত। ভিডিওর ক্যাপশনে লেখা শিশুটি মারা গেছে কিন্তু মা ট্রেনের নিচে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো সিগনাল অমান্য করে রেলক্রসিয়ে উঠে পরলে এ ঘটনা ঘটে।

ট্রেনের এক যাত্রী খবরের কাগজকে বলেন, ট্রেনের অর্ধেক ব্রিজের উপর আর অর্ধেক রেলওয়ে ক্রসিংয়ে তাই কেউ বের হতে পারছেন না। সামনে কি হচ্ছে তাও জানিনা।

কালুরঘাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে খবর পেয়ে দুটি এম্বুলেন্সসহ আমাদের ২ ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।

চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৫ জনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামানকে কল করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

সর্বশেষ তথ্যমতে, ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পৌঁছেছে।

মেহেদী/

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৭:১১ পিএম
ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপায় ভাটই বাজার সংলগ্ন তামাক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারী গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪৩), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও তাদের ছেলে মাহিম (৮)।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস খবরের কাগজকে জানান, ট্রাকের চালক পলাতক। ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাহফুজুর/পপি/

তালতলীতে ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
তালতলীতে ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ
অভিযুক্ত মিজানুর রহমান

বরগুনার তালতলী উপজেলায় এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে দিয়ে পা চাটানো এবং ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে এ কাজ করিয়েছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার লাউপাড়া এলাকায় অবস্থিত মারকাজুল কুরআন আরবি মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিজানুর রহমান মাদরাসাটির ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে পড়া না পারায় স্যার তাকে একা রুমে ডেকে নেন। পরে ভয় দেখিয়ে নিজের পা চাটান ও মাটির ময়লা খাওয়ান।’

তবে, অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মেয়েটিকে শুধু ভয় দেখিয়েছি। ময়লা খাওয়াইনি বা পা চাটাইনি।’

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ ধরনের অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার বলেন, ‘এটি সরাসরি শিশুর মানবাধিকার লঙ্ঘনের শামিল। দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা যায়। শিশু আইন ২০১৩-এর ৭, ৮ ও ৯ ধারা অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ শুধু শিক্ষকতার অপমান নয় সমাজেও এর বিরূপ প্রভাব পড়ে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন অপু/অমিয়/

৫৪ গরুর পাহারায় দুই জার্মান শেফার্ড

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
৫৪ গরুর পাহারায় দুই জার্মান শেফার্ড
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় একটি গবাদিপশুর খামারে অর্ধশশতাধিক গরুর পাহারা দেয়ে দুটি জার্মান শেফার্ড জাতের কুকুর। চোর থেকে গবাদিপশু রক্ষায় এই কুকুর দুটি পাহারাদার হিসেবে খামারের প্রধান ফটকে রাখা হয়েছে। বিষয়টি অনেকটা শখের বশে হলেও এটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।

২০১৭ সালে শখের বশে ব্যবসায়ী জামাল হোছাইন ও জহির হোছাইন পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ‘হোছাইন ডেইরি এন্ড এগ্রো’ নামে একটি গবাদিপশুর খামার গড়ে তোলেন। এর কয়েক বছর পর চোরের উৎপাত বেড়ে যাওয়ায় তারা খামারে দুটি জার্মান শেফার্ড জাতের কুকুর নিয়ে আসেন। সেই থেকে কুকুর দুটি খামারের পাহারাদার।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এই খামারে বিভিন্ন জাতের ৫৪টি গরু মোটাতাজা করা হয়েছে। ওই খামারে থাকা প্রতিটি গরুর মূল্য সর্বনিম্ন এক লাখ ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। বুধবার পর্যন্ত ১৪টি গরু বিক্রি হয়েছে। আর বাকি ৪০টি গরু।

সরেজমিনে দেখা যায়, জার্মান শেফার্ড দুটিকে খামারের প্রধান ফটকের পাশে লোহার খাঁচায় রাখা হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি খামারের প্রধান ফটক অতিক্রম করার চেষ্টা করলেই কুকুর দুটি তৎপর হয়ে উঠে। যতক্ষণ পর্যন্ত খামারের মালিক বা কর্মচারীরা এগিয়ে না আসেন ততক্ষণ পর্যন্ত কুকুর দুটি আক্রমণাত্মক আচরণ করতে থাকে। ফলে খামারের নিরাপত্তা নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না।

খামারের তত্ত্বাবধায়ক মো. শাহেদ বলেন, আমাদের মালিক শখের বশে খামারটি শুরু করার পর চোরের উৎপাত বেড়ে যাওয়ায় জার্মান শেফার্ড জাতের কুকুর দুটিকে খামারের নিরাপত্তার জন্য নিয়ে এসেছিলেন। সারাবছর এ খামারে অর্ধশতাধিক গরু লালন-পালন করা হয়। কুকুর দুটি এই গরুগুলোর পাহারাদার হিসেবে কাজ করে। দিনে কিংবা রাতে, অপরিচিত কোনো ব্যক্তিকে খামারে প্রবেশ করতে দেখলেই কুকুর দুটি হইচই শুরু করে দেয়। কুকুরগুলোর জন্য খামারের নিরাপত্তা জোরদার হয়েছে।

তিনি আরও বলেন, এ খামারে কর্মরতরা অনেক বিশ্বস্ত। তবে তারা সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়েন। তখন চোরের দল এসে যদি গরু চুরি করে নিয়ে যায় তাহলে অনেক বেশি লোকসানের মুখে পড়তে হবে। কিন্তু কুকুর রাতে সহজে ঘুমায় না। আর ঘুমিয়ে গেলেও কোনো শব্দ পেলে জেগে যায়। এতে চুরি হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তারই প্রেক্ষিতে কুকুর দুটিকে খামারে পাহাড়াদার হিসেবে রাখা হয়েছে।

সাতকানিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, চোরের উৎপাত ঠেকাতে গবাদিপশুর খামার পাহাড়ায় কুকুর রাখা এটি অবশ্যই ভালো একটি পরিকল্পনা। এক্ষেত্রে প্রথমে কুকুরকে অবশ্যই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তবে কুকুরের আকস্মিক আক্রমণে কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হন তাহলে এর দায় অবশ্যই খামারের মালিককে নিতে হবে।

অমিয়/

শ্রীপুরে পিকআপের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত
নিহত আসাদুজ্জামান রাজিব

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আসাদুজ্জামান রাজিব (৪০) ময়মনসিংহের পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বহুজাতিক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিব। পথিমধ্যে আদিব ডাইং কারখানার সামনে পৌঁছামাত্রই পেছন থেকে একটি পিকআপ রাজিবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পিকআপের চালক নাঈমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পিকআপ জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পলাশ প্রধান/অমিয়/