
রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের একজন সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বিএম নাজিম উদ্দিন (৫০)। তিনি রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী পদে কর্মরত ছিলেন। অন্যজন হলেন- কুষ্টিয়ার আমতলী এলাকার ইমরুলের ছেলে সাকিব (২০)। সাকিব ট্রাকের হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস কামালদিয়া এলাকায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক রাস্তার পাশে খালে পড়ে যায়। সংঘর্ষে বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আর নাজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন খবরের কাগজকে বলেন, ‘দুর্ঘটনায় আহত ছয়জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতদের মধ্যে নাজিম উদ্দিনের অবস্থা বেশি খারাপ ছিল। তাকে তখনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা খবরের কাগজকে বলেন, ‘যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সুমন বিশ্বাস/সাদিয়া নাহার/ ইসরাত চৈতী/