রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নাশকতা, ভাঙচুর ও হত্যা মামলায় গ্রেপ্তার আট এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে তাদের জামিনের আদেশ দেন রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা।
পরে রাত সোয়া ১১টায় কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
সরকারের বিশেষ আদেশ পালনে লিগ্যাল এইড বাংলাদেশ-এর (ব্লাস্ট) প্যানেল আইনজীবী শামিম আল মামুন তাদের জামিনের শুনানি করেন।
মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- তৌফিক ওমর ধ্রুব, আমির হামজা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো. মহিন, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া।
আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন জোবায়দুল ইসলাম বুলেট।
সাইফুর রহমান/পপি/অমিয়/