ফরিদপুরে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজের দিক থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা শহর অভিমুখে রওনা দেয়। পথে ভাঙ্গা রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীর উপস্থিত হয়।
পরে পুলিশ, আওয়ামী লীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীরা ফরিদপুর মেডিকেল কলেজে অবস্থান নেয়। উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্ররা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও পুলিশ শামসুল উলুম মাদরাসার সামনে অবস্থান নিয়েছে।
সঞ্জিব দাস/জোবাইদা/অমিয়/