পাবনায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার এবং মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হন তারা।
পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় গোলচত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিবি, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে দীর্ঘসময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
এ সময় শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পাবনা শহরে বেশকিছু সময় অবস্থান করে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। পরে সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।
পার্থ/পপি/অমিয়/