ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

জেলায় জেলায় বিজয় মিছিল, মিষ্টি বিতরণ

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৪৬ এএম
জেলায় জেলায় বিজয় মিছিল, মিষ্টি বিতরণ
সরকার পদত্যাগের পর কুষ্টিয়ায় সাধারণ মানুষের উল্লাস। ছবি মামুন হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসেন। এ সময় বিজয় মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মোটরসাইকেলে করে মহড়া দিতে দেখা যায়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

গণমিছিল নিয়ে চট্টগ্রামের সড়কে ছাত্র জনতার ঢল 
শেখ হাসিনার পদত্যাগের খবরে নগরের অলিগলি, সড়কে নামে হাজারও মানুষের ঢল। ছাত্র, জনতা একাকার হয়ে করে আনন্দ মিছিল। বেড়ে যায় মিষ্টির দোকানের বিক্রি। অনেককে মিষ্টির পাশাপাশি চকলেট বিতরণ করতে দেখা গেছে। 

গতকাল সোমবার নগরের আগ্রাবাদ, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি অলিগলিতে নামে মানুষের ঢল। ছাত্র জনতা ‘ভুয়া ভুয়া’, ‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা। সড়কে সড়কে চলে আনন্দ মিছিল। পুরুষের পাশাপাশি রাস্তায় নামেন নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। অনেকে পরিবার নিয়েও রাস্তায় নেমে আসেন। 

নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা মো. মহসিন খবরের কাগজকে বলেন, দেশটাকে ‘মগের মুল্লুক’ বানিয়ে ফেলেছিল শেখ হাসিনা সরকার। সাধারণ মানুষ ভোগ্যপণ্যে স্বস্তি পায়নি। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। নিজের মনমতো দেশ চালিয়েছে। মানুষ চাপা কষ্টে ছিল। আজ আমরা আরেকবার স্বাধীন হয়েছি। 

নগরের ওয়াসা এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রজনতা। এ সময় কথা হয় আব্দুল হক নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, আমরা গত ১৫ বছর নানাভাবে নির্যাতিত হয়েছি। সরকারদলের নেতা-কর্মীরা অনেক জুলুম-অত্যাচার করেছে। অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি করেছে। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। আমরা এখন একটি সুন্দর গোছানো বাংলাদেশ চাই।

শুধু চট্টগ্রাম নগর নয়, আশপাশের উপজেলাগুলোতেও হয় আনন্দ মিছিল। শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে বাঁশখালীতে হাজার হাজার মানুষ মিছিল ও আনন্দ উল্লাস করে। প্রতিটি ইউনিয়ন থেকে নারী-পুরুষ রাস্তায় নেমে উল্লাস করেন। সবচেয়ে বড় মিছিলটি হয় বাঁশখালী উপজেলা সদরে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

পদত্যাগের পর কুষ্টিয়ায় বিজয় মিছিল-মিষ্টি বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খুশিতে কুষ্টিয়ায় বিজয় মিছিল করছে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ জনগণ। এ সময় সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় কয়েক হাজার জনতা। এরপর শহরের পাঁচ রাস্তার মোড়ে একত্রিত হয়ে বিজয় মিছিল ও উল্লাস করে সাধারণ জনতা ও আন্দোলনকারীরা। বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। পুরো শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দেয় বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা।

ফেনীতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে ফেনীতে নিহতদের স্মরণে গতকাল গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর শহরের জহিরিয়া মসজিদের সামনের সড়কে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা গেছে, নামাজের পর জহিরিয়া মসজিদের সামনে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। পরে গায়েবানা জানাজায় অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়াও জানাজা-পরবর্তী ফেনীতে বিরোধীদের চালানো নৃশংস হামলার নিন্দা জানান মুসল্লিরা। এ সময় জানাজায় অংশ নেওয়া অনেকে কান্নায় ভেঙে পড়েন।

নোয়াখালীতে শোকরানা নামাজ 
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে নোয়াখালীতে শোকরানা নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার জেলা শহরের মোহাম্মদীয়া হোটেলের সামনে এ নামাজ আদায় করা হয়।

লক্ষ্মীপুরে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ 
শেখ হাসিনার পদত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা প্রথমে মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে স্থানীয় চকবাজার জামে মসজিদ এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। 

বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সব ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়। শহরজুড়ে মোটরসাইকেলে মহড়া দেয় সরকারবিরোধী বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা।

ঠাকুরগাঁওয়ে লাখো মানুষের উল্লাস
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ঠাকুরগাঁও শহরের রাস্তায় নেমে আসে হাজারও মানুষ। দুপুর ২টার পর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে হাজারও ছাত্র-জনতার ঢল নামে। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড এলাকা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী কিংবা কিশোরী- সব বয়সের মানুষকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের বেশ কিছু গাড়ি দেখে মিছিলকারীরা সেনাসদস্যদের স্যালুট দিয়ে ও হাত নাড়িয়ে ধন্যবাদ জানান।

পাবনায় হাজারও মানুষের বিজয় উল্লাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর গণমাধ্যমে জানার পর বিজয় উল্লাসে মেতে ওঠে পাবনার হাজারও মানুষ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন-বেলা সোয়া ৩টার দিকে এমন খবর গণমাধ্যমে জানার পর পরই ঘর থেকে বেরিয়ে আসতে থাকেন মানুষ। বিভিন্ন বয়সী শিশু, বৃদ্ধ, কিশোর, নারী, পুরুষ সবাই মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড়ে এসে জড়ো হয়।

এরপর আনন্দ মিছিল নিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। শরীরে আবির মেখে, জাতীয় পতাকা নিয়ে, পটকা ফুটিয়ে আনন্দে শামিল হন তারা। শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক পরিণত হয় বিজয় মিছিলের নগরীতে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

উল্লসিত সাধারণ মানুষ জানান, দীর্ঘ বছরের শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পেল সাধারণ মানুষ। কয়েক শ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এ অর্জন। ছাত্রদের ত্যাগ কখনো বৃথা যায় না, তা আবারও প্রমাণ করল বাংলার তরুণ ছাত্র সমাজ। তাই যারাই দেশ পরিচালনায় আসুন না কেন তারা যেন ১০০ বার ভেবে নেন তাদের কীভাবে দেশ পরিচালনা করতে হবে।

সিলেটের সড়কে হাজারও মানুষের বিজয় উল্লাস
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে সারা সিলেট। সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন হওয়ার পর আন্দোলনকারীদের পক্ষে ছাত্র জনতা সিলেটের সব সড়কে নেমে বিজয় মিছিল করেন। এ সময় তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সোমবার বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসার পরই সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন সব বয়সী মানুষ। ভারী বৃষ্টি উপেক্ষা করে মানুষজন আনন্দ উদযাপন করেন।

এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর থেকে সিলেটে বিভিন্ন পুলিশ ফাঁড়িতে, সরকারদলীয় সিটি কাউন্সিলদের অফিস, আওয়ামী লীগের নেতাদের পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নগরীর আম্বরখানা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ, মিরের ময়দান পুলিশ লাইনে ইটপাটকেল ছুড়েছে বিক্ষুব্ধ মানুষ।

ময়মনসিংহে ছাত্র-জনতার বিজয় উল্লাস
বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ময়মনসিংহে বিজয় মিছিল করেছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। বিজয় উল্লাসে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। শহরের সব সড়কে আনন্দ-উল্লাসে মেতে উঠে নানা শ্রেণি-পেশার মানুষ।

ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ঈদে মিলাদুন্নবীর জলসে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ছবি : খবরের কাগজ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী জলসে মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মীর আরিফ মিলন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ১০-১২টি দোকানপাট ও ঘর ভাঙচুর এবং এ ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন উপজেলার ছয়সূতি এলাকার মৃত মীর জাবু মিয়ার ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচরের ছয়সূতির প্রতাপনাথ বাজার এলাকার সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজার আয়োজিত মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন আত তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সকালে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে সুন্নি সমর্থক ও ইমাম-উলামাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইমাম-উলামা পরিষদের সমর্থক মীর আরিফ মিলন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুলিয়ারচর ইমাম-উলামা পরিষদের নেতা মুফতি নাসির উদ্দিন রহমানী ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমরা কয়েক দফা কথা বলেছি। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিরাতুন্নবী মাহফিল বন্ধ রাখি। কিন্তু তাদের ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের মিছিল করতে দেয়। তারা আমাদের এক ভাইকে পিটিয়ে হত্যা করেছে এবং অনেকে আহত হয়েছেন। তারা হুসাইয়নিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় মসজিদে বেদাতিরা হামলা ও ভাঙচুর করেছে।’ 

সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজারের খাদেম সৈয়দ ফয়জুল আলম বলেন, ‘গতকাল গিয়াস উদ্দিন তাহেরী হুজুরকে দিয়ে একটি মাহফিল করানোর কথা ছিল। কিন্তু উপজেলা প্রশাসন সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাহফিল আয়োজন বন্ধ করে দেয়। প্রতি বছরের মতো এবারও প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা মিছিল বের করি। তারা আমাদের মিছিলে হামলা চালিয়ে মাজারসহ ৮-১০টি ঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে।’

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নতে জামায়েত একটি মিছিল ছিল। সেই মিছিলকে কেন্দ্র করে ইমাম-উলামা পরিষদের লোকদের সঙ্গে বিরোধ ছিল। তারই জের ধরে বাসস্ট্যান্ড এলাকায় মিছিল গেলে সে সময় মিছিল থেকে কয়েকজন দুষ্কৃতিকারী মসজিদের দিকে ইটপাটকেল ছুড়লে দু’পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইমাম-উলামা পরিষদের এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’

সালমান/ 

 

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
পানিতে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনা সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিফতাহুল জন্নাত (১০) ওই এলাকার জমির উদ্দিনের মেয়ে এবং সানজিদা হোছাইন ইমু (৮) নবী হোছাইনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন। জন্নাত কাহারিয়া ঘোনা সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমু চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

এদিকে স্থানীয় সিকদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মওলানা ফুরকান উদ্দিন জানান, জন্নাত ও ইমু সকালে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে উঠানে খেলছিল। খেলার ছলে সবার অজান্তে পুকুরে ডুবে যায় তারা। পরিবারের লোকজন তাদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। এ সময় আহাদ জামান (৬) নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে শিশুটি।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সালমান/

 

ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, ভিসা বাতিল বাংলাদেশি যুবকের

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, ভিসা বাতিল বাংলাদেশি যুবকের
আলমগীর শেখ

লালমনিরহাটের পাটগ্রামের যুবক আলমগীর শেখ (৩৫) ভারতে টুরিস্ট ভিসায় গিয়ে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে তাকে আটক করে ভিসা বাতিল করে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
 
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার রাত ৮টায় ভারতে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। 

আলমগীর শেখ পাটগ্রাম পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারত যান আলমগীর হোসেন। ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। পরে বিষয়টি নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে। পরে আলমগীরকে চিহ্নিত করে রাখা হয়। পরে রবিবার সন্ধ্যায় বাংলাদেশে ফেরত আসার সময় তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে পাঠানো হয়। 

আলমগীর শেখ ভারতের আগ্রার তাজমহলে গিয়ে ফেসবুকে লাইভে এসে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।’

এমআই বকুল/জোবাইদা/অমিয়/

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
ছবি : খবরের কাগজ

বৈরী আবহাওয়ায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে নদীপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকালে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে ওইদিন বেলা ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

আসাদ জামান/জোবাইদা/অমিয়/

সীমান্তে আবারও মহিষের চালান আটক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
সীমান্তে আবারও মহিষের চালান আটক
৪৮ বিজিবির অভিযানে আটক ভারতীয় মহিষ ও মোবাইল ফোনের ডিসপ্লের চালান। ছবি : খবরের কাগজ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মহিষ ও পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

পরের দিন রবিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত ৫ সেপ্টেম্বর ৪৮ বিজিবির অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজের সীমান্ত এলাকা থেকে ৬৭টি ভারতীয় মহিষ আটক করা হয়। 

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় এ অভিযান পরিচালিত হয় বলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর এবং বাংলাবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার ১৬৬ পিস ভারতীয় স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে­ এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ১৬টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি চার লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।

বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

জোবাইদা/অমিয়/