সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসেন। এ সময় বিজয় মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মোটরসাইকেলে করে মহড়া দিতে দেখা যায়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
গণমিছিল নিয়ে চট্টগ্রামের সড়কে ছাত্র জনতার ঢল
শেখ হাসিনার পদত্যাগের খবরে নগরের অলিগলি, সড়কে নামে হাজারও মানুষের ঢল। ছাত্র, জনতা একাকার হয়ে করে আনন্দ মিছিল। বেড়ে যায় মিষ্টির দোকানের বিক্রি। অনেককে মিষ্টির পাশাপাশি চকলেট বিতরণ করতে দেখা গেছে।
গতকাল সোমবার নগরের আগ্রাবাদ, টাইগারপাস, লালখান বাজার, জিইসি, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, নগরের গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি অলিগলিতে নামে মানুষের ঢল। ছাত্র জনতা ‘ভুয়া ভুয়া’, ‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’ স্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা। সড়কে সড়কে চলে আনন্দ মিছিল। পুরুষের পাশাপাশি রাস্তায় নামেন নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। অনেকে পরিবার নিয়েও রাস্তায় নেমে আসেন।
নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা মো. মহসিন খবরের কাগজকে বলেন, দেশটাকে ‘মগের মুল্লুক’ বানিয়ে ফেলেছিল শেখ হাসিনা সরকার। সাধারণ মানুষ ভোগ্যপণ্যে স্বস্তি পায়নি। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। নিজের মনমতো দেশ চালিয়েছে। মানুষ চাপা কষ্টে ছিল। আজ আমরা আরেকবার স্বাধীন হয়েছি।
নগরের ওয়াসা এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রজনতা। এ সময় কথা হয় আব্দুল হক নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, আমরা গত ১৫ বছর নানাভাবে নির্যাতিত হয়েছি। সরকারদলের নেতা-কর্মীরা অনেক জুলুম-অত্যাচার করেছে। অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি করেছে। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। আমরা এখন একটি সুন্দর গোছানো বাংলাদেশ চাই।
শুধু চট্টগ্রাম নগর নয়, আশপাশের উপজেলাগুলোতেও হয় আনন্দ মিছিল। শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে বাঁশখালীতে হাজার হাজার মানুষ মিছিল ও আনন্দ উল্লাস করে। প্রতিটি ইউনিয়ন থেকে নারী-পুরুষ রাস্তায় নেমে উল্লাস করেন। সবচেয়ে বড় মিছিলটি হয় বাঁশখালী উপজেলা সদরে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পদত্যাগের পর কুষ্টিয়ায় বিজয় মিছিল-মিষ্টি বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খুশিতে কুষ্টিয়ায় বিজয় মিছিল করছে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ জনগণ। এ সময় সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় কয়েক হাজার জনতা। এরপর শহরের পাঁচ রাস্তার মোড়ে একত্রিত হয়ে বিজয় মিছিল ও উল্লাস করে সাধারণ জনতা ও আন্দোলনকারীরা। বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। পুরো শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দেয় বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা।
ফেনীতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে ফেনীতে নিহতদের স্মরণে গতকাল গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর শহরের জহিরিয়া মসজিদের সামনের সড়কে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা গেছে, নামাজের পর জহিরিয়া মসজিদের সামনে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। পরে গায়েবানা জানাজায় অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়াও জানাজা-পরবর্তী ফেনীতে বিরোধীদের চালানো নৃশংস হামলার নিন্দা জানান মুসল্লিরা। এ সময় জানাজায় অংশ নেওয়া অনেকে কান্নায় ভেঙে পড়েন।
নোয়াখালীতে শোকরানা নামাজ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ে নোয়াখালীতে শোকরানা নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার জেলা শহরের মোহাম্মদীয়া হোটেলের সামনে এ নামাজ আদায় করা হয়।
লক্ষ্মীপুরে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ
শেখ হাসিনার পদত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা প্রথমে মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে স্থানীয় চকবাজার জামে মসজিদ এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সব ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়। শহরজুড়ে মোটরসাইকেলে মহড়া দেয় সরকারবিরোধী বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা।
ঠাকুরগাঁওয়ে লাখো মানুষের উল্লাস
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ঠাকুরগাঁও শহরের রাস্তায় নেমে আসে হাজারও মানুষ। দুপুর ২টার পর শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে হাজারও ছাত্র-জনতার ঢল নামে। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ থেকে চৌরাস্তা হয়ে বাসস্ট্যান্ড এলাকা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী কিংবা কিশোরী- সব বয়সের মানুষকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের বেশ কিছু গাড়ি দেখে মিছিলকারীরা সেনাসদস্যদের স্যালুট দিয়ে ও হাত নাড়িয়ে ধন্যবাদ জানান।
পাবনায় হাজারও মানুষের বিজয় উল্লাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর গণমাধ্যমে জানার পর বিজয় উল্লাসে মেতে ওঠে পাবনার হাজারও মানুষ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন-বেলা সোয়া ৩টার দিকে এমন খবর গণমাধ্যমে জানার পর পরই ঘর থেকে বেরিয়ে আসতে থাকেন মানুষ। বিভিন্ন বয়সী শিশু, বৃদ্ধ, কিশোর, নারী, পুরুষ সবাই মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড়ে এসে জড়ো হয়।
এরপর আনন্দ মিছিল নিয়ে উল্লাসে মেতে ওঠেন তারা। শরীরে আবির মেখে, জাতীয় পতাকা নিয়ে, পটকা ফুটিয়ে আনন্দে শামিল হন তারা। শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক পরিণত হয় বিজয় মিছিলের নগরীতে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
উল্লসিত সাধারণ মানুষ জানান, দীর্ঘ বছরের শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পেল সাধারণ মানুষ। কয়েক শ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এ অর্জন। ছাত্রদের ত্যাগ কখনো বৃথা যায় না, তা আবারও প্রমাণ করল বাংলার তরুণ ছাত্র সমাজ। তাই যারাই দেশ পরিচালনায় আসুন না কেন তারা যেন ১০০ বার ভেবে নেন তাদের কীভাবে দেশ পরিচালনা করতে হবে।
সিলেটের সড়কে হাজারও মানুষের বিজয় উল্লাস
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে সারা সিলেট। সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন হওয়ার পর আন্দোলনকারীদের পক্ষে ছাত্র জনতা সিলেটের সব সড়কে নেমে বিজয় মিছিল করেন। এ সময় তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সোমবার বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসার পরই সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন সব বয়সী মানুষ। ভারী বৃষ্টি উপেক্ষা করে মানুষজন আনন্দ উদযাপন করেন।
এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর থেকে সিলেটে বিভিন্ন পুলিশ ফাঁড়িতে, সরকারদলীয় সিটি কাউন্সিলদের অফিস, আওয়ামী লীগের নেতাদের পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নগরীর আম্বরখানা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ, মিরের ময়দান পুলিশ লাইনে ইটপাটকেল ছুড়েছে বিক্ষুব্ধ মানুষ।
ময়মনসিংহে ছাত্র-জনতার বিজয় উল্লাস
বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ময়মনসিংহে বিজয় মিছিল করেছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। বিজয় উল্লাসে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। শহরের সব সড়কে আনন্দ-উল্লাসে মেতে উঠে নানা শ্রেণি-পেশার মানুষ।