
টাঙ্গাইলের আওয়ামী লীগের সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরসহ সুবিধাভোগী নেতাদের পরিবার নিয়ে আজ রাতের মধ্যেই জেলা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়করা। তা না হলে টাঙ্গাইলের মাটি তাদের জন্য অপেক্ষা করছে এমন হুঁশিয়ারি দেন তারা।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম দেন তারা।
আন্দোলন থামাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা আর মদতে চলেছে শিক্ষার্থীদের হত্যা, হামলা আর নির্যাতন বলে দাবি করেছেন তারা।
এ ছাড়াও তাদের উপার্জিত সব সম্পদ বায়েজাপ্তের দাবিও জানিয়েছেন জেলার সমন্বয়করা। তা ছাড়া হামলায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলার সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, মাহতাব হাসানসহ ১০-১২ জন সহ-সমন্বয়ক।
এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল রানা/অমিয়/