ঢাকা ২৯ আষাঢ় ১৪৩২, রোববার, ১৩ জুলাই ২০২৫
English

পরিবার নিয়ে আ. লীগ নেতাদের টাঙ্গাইল ছাড়ার আল্টিমেটাম সমন্বয়কদের

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৮ এএম
আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৩ পিএম
পরিবার নিয়ে আ. লীগ নেতাদের টাঙ্গাইল ছাড়ার আল্টিমেটাম সমন্বয়কদের
ছবি : খবরের কাগজ

টাঙ্গাইলের আওয়ামী লীগের সংসদ সদস্য, উপজেলার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরসহ সুবিধাভোগী নেতাদের পরিবার নিয়ে আজ রাতের মধ্যেই জেলা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়করা। তা না হলে টাঙ্গাইলের মাটি তাদের জন্য অপেক্ষা করছে এমন হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল্টিমেটাম দেন তারা।

আন্দোলন থামাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা আর মদতে চলেছে শিক্ষার্থীদের হত্যা, হামলা আর নির্যাতন বলে দাবি করেছেন তারা।

এ ছাড়াও তাদের উপার্জিত সব সম্পদ বায়েজাপ্তের দাবিও জানিয়েছেন জেলার সমন্বয়করা। তা ছাড়া হামলায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলার সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম, মাহতাব হাসানসহ ১০-১২ জন সহ-সমন্বয়ক।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/অমিয়/

চট্টগ্রামে চার হাজার একর জমি উদ্ধারে পাউবো’র অভিযান

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম
চট্টগ্রামে চার হাজার একর জমি উদ্ধারে পাউবো’র অভিযান
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে বেদখল হয়ে যাওয়া প্রায় চার হাজার একর জমি উদ্ধারে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

রবিবার (১৩ জুলাই) সকাল থেকে নগরের উত্তর কাট্টলী এলাকায় অভিযানটি চালানো হয়। আগামী মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত চলবে এ উচ্ছেদ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। অভিযানে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, 'দীর্ঘদিন ধরে এসব জমি দখল করে গড়ে উঠেছিল ঘর, কাভার্ডভ্যান ইয়ার্ড, গ্যারেজ, ডেইরি ফার্ম, হোটেলসহ নানা স্থাপনা। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব জমি দখল করে বাণিজ্যিক
কার্যক্রম পরিচালনা করে আসছিল।'

তিনি আরও বলেন, তিনদিন চলবে (মঙ্গলবার পর্যন্ত) এ অভিযান। রবিবার প্রথম দিনের অভিযানে উত্তর কাট্টলী এলাকায় সাগরিকা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। উদ্ধার করা জমি পিলার ও কাঁটাতার দিয়ে সংরক্ষণ করে বনায়ন করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়র ও একাধিক কাউন্সিলর নগরের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলীর বাংলা বাজার পর্যন্ত সাগর উপকূলে প্রায় চার হাজার একর ভূমি দখল করে। ক্ষমতার অপব্যবহার করে পাউবোর সৃজিত গাছ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে গড়ে তোলে ঘর, কাভার্ডভ্যান ইয়ার্ড, গ্যারেজ ও হোটেল। পরিচালনা করে বাণিজ্যিক কার্যক্রম।

যারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, চসিকের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নিছার উদ্দিন আহমদ
নেছার ও সাবেক কাউন্সিলর আবুল হাসেম।

প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মোস্তফা হাকিম গ্রুপ, যমুনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ও জলিল কোম্পানি।

মেহেদী/

চেতনানাশক খাইয়ে তরুণীকে ধর্ষণ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম
চেতনানাশক খাইয়ে তরুণীকে ধর্ষণ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ছবি :খবরের কাগজ

জয়পুরহাটে চেতনানাশক খাইয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলার পর নয়ন (৪৫) ও সালমা বেগম (৩৫) নামে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ মামলার মূল আসামি আতাউর রহমান (৩৮) পলাতক রয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামে। ভুক্তভোগী তরুণী তিনজনের নামে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেছেন।

গ্রেপ্তার নয়ন পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহারা গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে এবং আতাউর রহমান একই উপজেলার পূর্ব রামচন্দ্রপুরের বাসিন্দা। 

মামলার বিবরণে জানা গেছে, নয়ন ও সালমা ভুক্তভোগী ওই তরুণীর সম্পর্কে প্রতিবেশী চাচা ও চাচি। নয়নের বাড়িতে আতাউর রহমানের যাওয়া-আসা ছিল। প্রায় দুই মাস আগে সালমা বেগম ওই তরুণীকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ঝালমুড়ির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খেতে দেন। সেই ঝালমুড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেলে সালমা বাড়ির দরজা লাগিয়ে দিয়ে বাইরে চলে যান। তখন আতাউর তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেন। এর পর গত ১১ জুলাই আতাউর আবারও তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। 

ওসি ময়নুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার পর সহযোগী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সালমা বেগমকে শনিবার আদালতে পাঠানো হয়েছে ও নয়নকে রবিবার আদালতে পাঠানো হবে। মূল আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 


সাগর/মেহেদী/

কুষ্টিয়া পৌরসভার মূল ফটকে আবর্জনা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:২০ পিএম
কুষ্টিয়া পৌরসভার মূল ফটকে আবর্জনা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন
কুষ্টিয়া পৌরসভার মূল ফটকে আবর্জনা ফেলে ৩ দফা দাবি ।

কুষ্টিয়া পৌরসভার মূল ফটকে আবর্জনা ফেলে বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন পৌর পরিচ্ছন্নতা কর্মীরা। এতে করে ভোগান্তিতে পড়ে পৌরসভায় সেবা নিতে আসা সাধারণ জনগণ।

রবিবার (১৩ জুলাই) সকালে তারা এ কর্মবিরতি পালন করেন। এ সময় দাবি আদায়ে জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, 'পৌরসভায় প্রায় ৪৮০জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। একজন দিনমজুর দিন হাজিরা ৫০০ টাকা পেলেও আমরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পাই ২৭৫ টাকা, যা দিয়ে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি । তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি।'

এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় নি।

মিলন/রিফাত/

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন বাস্তবায়নে মানববন্ধন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন বাস্তবায়নে মানববন্ধন
ছবি :খবরের কাগজ

ফরিদপুর-বরিশাল মহাসড়কের চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুরবাসী।

রবিবার (১৩ জুলাই) ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে রাখেন, ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ভিপি গিয়াস ও আতিক হাসান প্রমুখ।

পরে মহাসড়কের চার লেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ কাজ শুরুর আল্টিমেটাম দেন। আগামী ২৩ জুলাইয়ের মধ্যে কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাবেন। ‌

এ মানববন্ধনে জেলার ২০টির বেশি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দ্রুত বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। 

 

সঞ্জিব দাস/মৌসুমী/

চাঁপাইনবাবগঞ্জে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৩ জুলাই) সকালে র‌্যাবের পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১২ জুলাই) রাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন ভুক্তভোগীর স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তার ছেলের বউকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। পরে এ ঘটনা জানাজানি হলে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগী আপসরফা না করে গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর ওই আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আসাদুল্লাহ/মেহেদী/