চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি ও কয়েদিরা বিদ্রোহের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারারক্ষী ও হাজতি-কয়েদিদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। কারগারে সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে। এ ছাড়া স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকেও কারাগারের বাইরে পাহারা দেওয়া হচ্ছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এমন পরিবেশ দেখা গেছে।
শনিবার সরেজমিনে কারাগারে গেলে দেখা যায়, কারা ফটকে স্থানীয় এলাকাবাসী পাহারায় রয়েছেন। যারা ওই এলাকায় যাচ্ছেন তাদের সরে যেতে বলছেন। কারাগারের ভেতরে ও বাইরে সেনাবাহিনী রয়েছে। কারারক্ষীরাও যার যার ডিউটি পালন করছেন।
এক কারারক্ষী জানান, শুক্রবারের ঘটনায় এখনো আতঙ্ক কাটছে না। কারারক্ষীরা ভয়ে ভয়ে ডিউটি করছেন। বারবার কারাগারে হামলা হয়েছে। তাই ভয় কাটছে না তাদের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনজুর হোসেন খবরের কাগজকে বলেন, কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ রয়েছে। নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া করাগারের ফটকের বাইরে স্থানীয় এলাকাবাসীও রয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বেলা ২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হাজতি ও কয়েদিরা বিদ্রোহের ঘটনা ঘটে। এ সময় গুলি চালায় কারারক্ষীরা। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়েছে। এতে আহত হন ২০ জন।