মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে।
শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কার, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্বর পরিষ্কার করে। ময়লা-আবর্জনা পলিথিনে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলেছে তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ‘দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কারে অগ্রাধিকার দিয়েছি আমরা। এ ছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে। তরুণরাই এই সমাজকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’
আরেক শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল বলেন, ‘এই দেশ আমাদের সবার। তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। শিবালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি উথলী বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করব।’
কর্মসূচি চলাকালে হাসপাতালের চিকিৎসক মো. ফজলে বারী, জাহাঙ্গীর আলম এবং দন্ত চিকিৎসক শান্ত দেবনাথ উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের এসব স্বেচ্ছাসেবকমূলক কাজকে স্বাগত জানায় এবং তাদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
কবির/সালমান/