ঢাকা ৩ আশ্বিন ১৪৩১, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:৩৪ পিএম
শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম
ছবি : খবরের কাগজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) সকাল থেকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে।

শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন পরিষ্কার, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্বর পরিষ্কার করে। ময়লা-আবর্জনা পলিথিনে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলেছে তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ‘দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কারে অগ্রাধিকার দিয়েছি আমরা। এ ছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে। তরুণরাই এই সমাজকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

আরেক শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল বলেন, ‘এই দেশ আমাদের সবার। তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। শিবালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি উথলী বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করব।’

কর্মসূচি চলাকালে হাসপাতালের চিকিৎসক মো. ফজলে বারী, জাহাঙ্গীর আলম এবং দন্ত চিকিৎসক শান্ত দেবনাথ উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের এসব স্বেচ্ছাসেবকমূলক কাজকে স্বাগত জানায় এবং তাদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

কবির/সালমান/

কিশোরগঞ্জে ৪ দাবিতে শিল্পীদের গণজমায়েত

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
কিশোরগঞ্জে ৪ দাবিতে শিল্পীদের গণজমায়েত
৪ দাবিতে বিক্ষোভ করেন শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা। ছবি : খবরের কাগজ

আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ জেলা কালচারাল অফিসারের অপসারণসহ ৪ দফা দাবিতে কিশোরগঞ্জে শিল্পীদের গণজমায়েত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শহরের সৈয়দ নজরুল চত্বরে জেলার সর্বস্তরের শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীরা জমায়েত হন। শতাধিক শিল্পী জমায়েত হয়ে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, পথনাটক, বক্তৃতায় অংশ নেন এবং কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন।

তাদের দাবিগুলো হলো আওয়ামী ফ্যাসিবাদের দোসর, একগুঁয়ে ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণ এবং তার দুর্নীতির জন্য শাস্তি নিশ্চিত করা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত কাজ সম্পাদন ও নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে আন্দোলনকারীদের একজনকে সমন্বয়ক/প্রতিনিধি হিসেবে রেখে অন্তর্বর্তী কমিটি গঠন। পুরোনো সব সদস্যপদ বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত শিল্পীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রণয়ন ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শিল্পকলার গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ।

আন্দোলনকারীদের সমন্বয়ক ইফতেখার হোসেন সাকিব বলেন, ‘দুর্নীতিবাজ কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুরের অপসারণসহ ৪ দফা দাবিতে আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের শিল্পীদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কালচারাল অফিসার নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা দমে যাবার পাত্র নই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি পূরণে কোনো ব্যবস্থা না নিয়ে গড়িমসি করে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।’

এ বিষয়ে নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, তিনি শিল্পকলার ডিজিকে বিষয়গুলো অবগত করবেন এবং এসব দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তাসলিমা মিতু/সালমান/

 

গোপালগঞ্জে হত্যাকাণ্ড : স্থানীয় এমপিসহ ১৬০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
গোপালগঞ্জে হত্যাকাণ্ড : স্থানীয় এমপিসহ ১৬০০ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ সদর থানা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিমসহ ১ হাজার ৬১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১১৮ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। 

সাবেক এমপি শেখ ফজলুল করিম ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়িবহরের সঙ্গে বাদীর স্বামী শওকত আলী দিদার টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। গাড়িবহরটি ঘোনাপাড়ায় দোলা পেট্রলপাম্পের সামনে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় শওকত আলী দিদারকে আসামিরা গাড়ি থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ রাস্তার পাশে ঢালে রেখে যান।

ওসি আরও জানান, ঘটনার পর মামলা না হলেও এরই মধ্যে ১২ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারে এদের কারও নাম থাকলে তাকে এই মামলার আসামি হিসেবে গণ্য করা হবে।

সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মায়ানমারের ২ নাগরিক আটক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মায়ানমারের ২ নাগরিক আটক
জব্দ করা স্বর্ণ, টাকা ও মোবাইল ফোন। ছবি : খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণালংকার ও বার এবং নগদ টাকাসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটকরা হলেন, মায়ানমারে মংডু শহরের বাসিন্দার মো. হাফিজুর রহমান (২৮) ও মো. আনোয়ার (৩০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, সোমবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) আওতাধীন টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণপশ্চিম দিকে পৌরসভা অলিয়াবাদ এলাকার এক বাড়িতে লুকায়িত রয়েছে এমন খবরে অভিযান চালিয়ে স্বর্ণের দুইটি ব্যাগসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।

পরে দুটি ব্যাগ থেকে সাড়ে ১০ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, প্রায় পাঁচ লাখ বাংলাদেশি টাকা, আড়াই লাখ মায়ানমারের মুদ্রা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এসব স্বর্ণালংকার ও স্বর্ণের বার, নগদ টাকা এবং মায়ানমারের মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা রাখা হবে এবং আটক দুইজনকে স্বর্ণ চোরাচালানের নিয়মিত মামলার করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।

মো. শাহীন/জোবাইদা/অমিয়/

ট্রাকে বালুচাপা দেওয়া ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
ট্রাকে বালুচাপা দেওয়া ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ
সিলেটের কানাইঘাটে বিজিবির অভিযানে জব্দ করা দুই কোটি টাকার ভারতীয় কাপড়। ছবি : খবরের কাগজ

সিলেট অঞ্চলে সীমান্তে চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়নের হাতে ধরা পড়েছে প্রায় দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান। কানাইঘাটের সুরইঘাটে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ভারতীয় কাপড় জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, ওই স্থান দিয়ে বালুভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবির টহলদল ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি, থান কাপড় এবং অন্যান্য মালামাল জব্দ করে।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এসব মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জোবাইদা/অমিয়/

পাহাড়ে ৫ শতাংশ কোটাসহ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চায় পিসিপি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম
পাহাড়ে ৫ শতাংশ কোটাসহ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চায় পিসিপি
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সমাবেশ। ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে সরকারি চাকরিতে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ কোটা, আদিবাসী মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমা সভাপতিত্ব করেন।

সমাবেশে ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র ও সংবিধান সংস্কারের অভিনন্দন জানিয়ে বলেন, ‘পাহাড়ে শিক্ষাব্যবস্থা থেকে সব ক্ষেত্রে যে বৈষম্যমূলক ও গণবিরোধীমূলক রয়েছে, তা দূর করে সংস্কার করা হোক। পাহাড়ে অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থা অত্যন্ত শোষণীয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও বিদ্যালয়ে শিক্ষক বর্গা দেওয়ার কারণে পাহাড়ের শিক্ষা বেহাল দশায় পরিণত হয়েছে। এতে পাহাড়ে শিক্ষাব্যবস্থা পিছিয়ে রয়েছে।’

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন, সরকারি চাকরিতে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শতকরা ৫ শতাংশ কোটা চালু, আদিবাসী মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিচিং মারমা। 

এর আগে জেলা জিমনেসিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করা হয়। সমাবেশে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।    

জিয়াউর রহমান/ইসরাত চৈতী/অমিয়/