বৈষম্যবিরোধী আন্দোলনের পর সারাদেশে আবার পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর সরকারি নিদের্শনা মোতাবেক মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে পশ্চিমাঞ্চল রেলের ৩৭টি ট্রেন চলাচল শুরু করেছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বে চলছে এসব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন। এদিকে, ট্রেন চালুর প্রথম দিনে যাত্রী চাপ কম থাকলেও স্বস্তি ফিরেছে সবার মাঝে।
পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সেই দিনও ট্রেন চলাচল করেনি। এরপর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি ট্রেনের মাধ্যমে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হলো।
পশ্চিমাঞ্চলে ৪৩টি মেইল ট্রেন রয়েছে। তবে প্রথম দিনে ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি। বুধবার থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যাত্রী শাহীন আলম বলেন, ‘অনেক দিন পর ট্রেনযাত্রার সুযোগ পাচ্ছি। নিরাপদে যেতে ট্রেনের বিকল্প নেই। ট্রেন চালু হওয়ায় আমাদের বেশ সুবিধা হচ্ছে।’
একই ট্রেনে বাড়ি ফিরছিলেন আশিকুর রহমান। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন থেকেই শুনছিলাম ট্রেন চালু হবে। নিরাপদে বাড়ি যেতে তাই অপেক্ষা করছিলাম। ট্রেন চালু হওয়ায় বাড়ি যাচ্ছি।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, আমাদের ৪৩টি মেইল ট্রেনের মধ্যে ছয়টি বাদে সবগুলোই চালু হয়েছে। সরকারি নিদের্শনা মোতাবেক বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চালু হবে। এসব ট্রেনের টিকেটও বিক্রি শুরু হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, এনবিআর, রেললাইনের নিরাপত্তায় থাকবে।
এনায়েত করিম/এমএ/