চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক যুবলীগ নেতার দুই হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও কলাবাগান সংলগ্ন গোয়ালঘরও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। গত ৭ আগস্ট এ ঘটনা ঘটলেও যুবলীগ নেতা এতদিন আত্মগোপনে থাকায় বিষয়টি প্রকাশ পায়নি।
ঘটনাটি ঘটেছে চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জামিরজুরী এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আলাউদ্দিন একই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও দোহাজারী পৌরসভা এলাকায় তার একটি কীটনাশক ও বীজ বিক্রয়ের দোকান রয়েছে। পেশায় তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, ভুক্তভোগী মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত (৫ আগস্ট) হাসিনা সরকারের পতনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত প্রথমে তার গোয়ালঘরে অগ্নিসংযোগ করে চলে যায়। এর ঠিক ২ দিন পর (৭ আগস্ট) রাতের অন্ধকারে তার দুইটি বাগানের প্রায় ২ হাজার উচ্চ ফলনশীল (উফশী) জাতের কলাগাছ কেটে দিয়ে কলা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী যুবলীগ নেতা মো. আলাউদ্দিন বলেন, আমি একজন ব্যবসায়ী। জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে ব্যবসায়ের পাশাপাশি রাজনীতি করেছি। তবে কারো ক্ষতি করিনি। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছি। শখের বসে ৩টি কলা বাগান করেছি। কিন্তু দুর্বৃত্তরা সরকার পতনের সুযোগ নিয়ে আমার ২টি কলাবাগানের প্রায় ২ হাজার কলাগাছ কেটে দিয়ে কলা লুট করে নিয়ে গেছে। মানুষ এতটা অমানবিক কীভাবে হতে পারে?
ব্যক্তির উপর আক্রোশ প্রকাশ করতে গিয়ে কলা গাছগুলো কেটে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন ন্যাক্কাজনক কাজের সঙ্গে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার চাষীরা।
আরিফুল ইসলাম/এমএ/