ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

নিজাম হাজারীর সহযোগী মানিক কারাগারে

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম
নিজাম হাজারীর সহযোগী মানিক কারাগারে
নিজাম হাজারীর সহযোগী মানিক

ফেনীর সদ্য সাবেক এমপি নিজাম হাজারীর সহযোগী মানিককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেলে মানিক এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, দুপুরের দিকে ফেনীর পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে, দেশত্যাগে তার নিষেধাজ্ঞা রয়েছে। ফরিদ তার এলাকায় মানিক নামে পরিচিত। সাবেক এমপি নিজাম হাজারীর  ঘনিষ্ঠজন হিসেবেই মানুষ তাকে বেশি চেনেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. খায়রুল ইসলাম সাংবাদিকেদের জানান, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০১:০৯ পিএম
বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আশ্রম ও এর আশেপাশের এলাকা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

মঙ্গলবার (৩ জুন) সকালে পুজা আর্চনার মধ্য দিয়ে তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এর আগে গত দুই দিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আশ্রমে তিরোধান উৎসবে যোগ দিতে আসেন। মঙ্গলবার সকালে ঊষাকীর্তন অনুষ্ঠিত হয়। এরপর চলে পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, রাজভোগ, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ।

মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনেরও সমাগমও বাড়ে। তিরোধান উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন।

এদিকে তিরোধান উৎসব ঘিরে বারদী এলাকায় বসেছে ৫ দিনব্যাপী মেলা। 

এলাকাবাসীর অভিযোগম, এ মেলায় কতিপয় লোক বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়েছেন। স্থানীয় প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার বারাসাতের দে গঙ্গা থানার কচুয়া (কাঁকড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রামনারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী। লোকনাথ ছিলেন তাঁর মা-বাবার ছোট ছেলে। তিনি হিমালয়ে গিয়ে ৪০ বছর সাধনা করেন। তিনি আফগানিস্তানের কাবুলে আরবি ভাষা ও কোরআন শাস্ত্র শিক্ষা করে ইসলাম ধর্ম এবং এর দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করেন। লোকনাথের যখন ১০ বছর বয়স, তখনই তাকে সর্বশাস্ত্র পারদর্শী সন্ন্যাসী ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেন বাবা রামনারায়ণ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম এ বাক্য অন্তরে লালন করে মানবজাতির কল্যাণে কাজ করে দীর্ঘ ২৬ বছর বারদী এলাকায় অবস্থান করেন মহাসাধক লোকনাথ ব্রহ্মচারী। ১৬০ বৎসর বয়সে ১৯ জৈষ্ঠ্য তারিখে বারদী আশ্রমে এ মহাসাধকের মহাপ্রয়াণ হয়।

এ উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে প্রভাত কীর্তন, গীতাপাঠ, আলোচনা, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি, ফল প্রসাদ, জল প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান।

অন্যদিকে, উৎসবে আগতদের মধ্যে বিনামূল্যে শিশুখাদ্য, ওষুধ, চিকিৎসাসেবা, মিষ্টি, চিড়ামুড়ি, বাতাসা, পানি ও শরববত বিতরণ করে লোকনাথ সেবা সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সীতা রাম সংঘ, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সদস্যসচিব সাংবাদিক শংকর কুমার দে জানান, তিরোধান উৎসবে অংশ নিতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকেও বহু লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসেছেন। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সব সময় কাজ করেছে। আশ্রম এলাকায় সেনা, পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। এ ছাড়াও আশ্রম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে সিসি ক্যামেরার আওতায় ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইমরান হোসেন/অমিয়/

পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১৭ পিএম
পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ।

মঙ্গলবার (৩ জুন) রাতে তাদের পুশইন করা হয়।

জানা যায়, দিল্লি থেকে তাদের সীমান্ত এলাকায় আনা হয়। পরে গভীর রাতে বিএসএফ সীমান্তের আলো নিভিয়ে গেট খুলে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এর পর পুলিশ মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেয়।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মইন হাসান বলেন, ‘সাম্প্রতিক সময়ে পুশইনের ঘটনা বেড়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রতিটি ঘটনার উপর নজর রাখছি, যেন অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ‘বিজিবির মাধ্যমে আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে গত এক মাসে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৩৩ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

নবীন হাসান/অমিয়/

বেনাপোলে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৩৬ এএম
বেনাপোলে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন
ছবি: খবরের কাগজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
 
বুধবার (৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি ছুটি। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও অনেক আমদানিকারকও নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন। তারা ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্যও খালাস নেবেন না। আগামী ১৫ জুন (রবিবার) সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, লম্বা ছুটির কারণে সীমান্তের দুই পাশে ট্রাকজট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদের ছুটির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় থাকে। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর কোনো চাপ নেই।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানাকে বিষয়টি বলা হয়েছে। আগামী রবিবার (১৫ জুন) সকাল থকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।

নজরুল ইসলাম/অমিয়/

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:১১ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ হয়ে পুড়ে গেছে।

বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত না হলেও মহাসড়কের পার্শ্ববর্তী চারটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্প কাজের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে ভোর ৪টার দিকে বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী শতাধিক এলপি গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে ট্রাকটিতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে মহাসড়কের আশেপাশের অন্তত চারটি দোকান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি উল্টে যাওয়ার পর সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরণ হয়। তদন্ত করে বিস্তারিত বের করা হবে।

আজিজুল সঞ্চয়/অমিয়/

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত বেড়ে ৫
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতব্বর (৫০), শিবচর উপজেলার মাদবরচরের গ্রামের ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার, একই গ্রামের বাদশা শেখের ছেলে তারা মিয়া।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রা ও ঢাকাগামী মিজান পরিবহন নামে একটি পরিবহন বাস পাশ থেকে মাহিন্দ্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চার যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ৫ যাত্রী। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে।

এদিকে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব জুবায়ের। 

>> ভাঙ্গায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৪

সঞ্জিব দাস/অমিয়/