ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়ি থেকে তুলে আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:১২ এএম
বাড়ি থেকে তুলে আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যা
বাবর আলী

বগুড়ায় বাবর আলী (৫০) নামে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। গত সোমবার মধ্য রাতে শহরের ফুলবাড়ি বান্নিমেলা সেতুর ওপর এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রহমান জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সক্রিয়কর্মী বাবর আলী শহরের চক আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি বাড়ির একটু দূরে ধাওয়াপাড়া বটতলা এলাকায় দোকানে মুদির ব্যবসা করতেন।

নিহতের মেয়ে বীনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, বাবর আলীর দোকানে সব সময় লোকজন আড্ডা দিতেন। দোকানে বসে বাবর আলী আওয়ামী লীগ সরকারের গুণগান করতেন। এতে প্রতিপক্ষের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। 

তিনি সোমবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছলে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে আটক করে মারধর করেন। এরপর তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে প্রায় এক কিলোমিটার দূরে শহরের ফুলবাড়িতে করতোয়া নদীর ওপর বান্নিমেলা ব্রিজে নিয়ে যায়। সেখানে তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর গলা কেটে হত্যা করা হয়।

ভোগা‌ন্তিকে সঙ্গী করে ঘরে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:২৫ এএম
ভোগা‌ন্তিকে সঙ্গী করে ঘরে ফিরছেন উত্তরবঙ্গের যাত্রীরা
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এদিকে মহাসড়কের কালিহাতীতে ঢাকাগামী লেনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ জুন) মধ্যরাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে উত্তরাঞ্চলের লাখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল ৭টা পর্যন্ত যমুনা সেতু প‌শ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী প‌রিবহনে টোল আদায় বন্ধ রেখে উত্তরবঙ্গগামী যানবাহন সেতুর সবগুলোতে টোল আদায় করা হয়। পরে উত্তরের পথে যানবাহন কমলে সেতুর প‌শ্চিম অং‌শে টোল আদায় শুরু হয়। 

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘন্টায় সেতুতে ৫১ হাজার ৮৪৯‌টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কো‌টি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। 

পু‌লিশ বলছে মহাসড়কে যানজট নিরসনে তারা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে বলে জানান তারা।

এলেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ মিয়া জানান, ভোরে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভা‌বিক হচ্ছে। এখন চলছে তবে ধীরগ‌তিতে।

জুয়েল রানা/অমিয়/

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:২৮ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কোথাও কোনো যানজট দেখা যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড হতে মদনপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজায় এ চিত্র দেখা যায়।

বুধবার দিনভর মহাসড়কের এসব পয়েন্টে কোনো যানজট ছিল না। তবে স্বাভাবিক দিনগুলোর তুলনায় যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। একইসঙ্গে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের চাপ চোখে পড়েছে।

এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রীর অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়েও ১০০-২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে, ভাড়া বেশি আদায়ের কথা অস্বীকার করেছেন বাস কাউন্টার কর্তৃপক্ষ।

কাঁচপুর বাস কাউন্টারে কুমিল্লার যাত্রী সাদ্দাম হোসেন বলেন, গ্রামে কোরবানি দেব তাই চলে যাচ্ছি। রাস্তা ফাঁকা রয়েছে বলে জেনেছি। তবে কাউন্টার কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি নিচ্ছে। 

এদিকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছে টিকিট কাউন্টার কর্তৃপক্ষ।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে ঢাকা-সিলেট সড়কে রাস্তায় কাজ করায় গাড়ি একটু ধীরগতিতে যাতায়াত করছে। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। 

এ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও টহলরল অবস্থায় রয়েছে। মোট ৬০ জন পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবে। আশাবাদী এবার ঈদযাত্রার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্য পৌঁছাতে পারবেন।

বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা খোঁজ নিচ্ছি।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আমাদের থানা এলাকা দিয়ে মহাসড়ক থাকায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় টহল বাড়ানো হয়েছে।

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট নেই, তবে যানচলাচলের চাপ বেশি।

ইমরান হোসেন/অমিয়/

নবীনগরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট: ০৫ জুন ২০২৫, ০৯:৪১ এএম
নবীনগরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- অটোরিকশার যাত্রী আবুল কাসেম ও সোহাগ মিয়া। অন্যজন অটোরিকশার চালক বলে শোনা যাচ্ছে।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, সকালে নবীনগর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

আজিজুল সঞ্চয়/অমিয়/

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫১৮৪৯ যানবাহন পারাপার

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৫০ এএম
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫১৮৪৯ যানবাহন পারাপার
ছবি: খবরের কাগজ

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে নাড়ির টানে বাড়ি যাচ্ছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯ টি যানবাহন পারাপার হয়েছে, আর টোল আদায় হয়েছে তিন কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেন। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ  ৯৭ হাজার ৩৫০ টাকা। 

অপরদিকে ঢাকাগামী ২১ হাজার চারটি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

একদিন আগের তুলনায় বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি যানবাহন পার হয়েছে।

প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ালেও যানজট নেই। যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। সেতুর উপর কোনো দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

জুয়েল রানা/অমিয়/

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বিড়ম্বনাহীন

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বিড়ম্বনাহীন
ছবি: খবরের কাগজ

ঈদযাত্রায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিজ গন্তব্যে ছুটছে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। পদ্মা সেতুর কল্যাণে এই পথে এবারের ঈদযাত্রাও বিড়ম্বনাহীন ও নিবিঘ্ন।

ঈদের আগে শেষ কার্যদিবস শেষে বুধবার রাত থেকে ওই এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বাড়তে থাকে, যা বৃহস্পতিবার (৫ জুন) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে অধিক যানবাহন অপেক্ষমাণ দেখা গেছে। মাওয়া প্রান্তের টোলপ্লাজায় কিছুটা বিলম্ব হলেও টোল পরিশোধ করে নিবিঘ্নে যানবাহনগুলো পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। 

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের মানুষ।

অমিয়/