ঢাকা ২৯ ভাদ্র ১৪৩১, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৪৪ পিএম
মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার
উদ্ধার হওয়া পিস্তল ও শর্টগান। ছবি: খবরের কাগজ

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শর্টগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের শহিদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কার্তুজসহ একটি শর্টগান উদ্ধার করে। 

পরে সাধারণ ডায়েরি করে এগুলো আদালতে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন খবরের কাগজকে বলেন, ‘অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিভাবে সড়কে এলো সেই বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রফিকুল ইসলাম/ইসরাত চৈতী/

হাসপাতাল থেকে কারাগারে সাবেক বিচারপতি মানিক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ পিএম
হাসপাতাল থেকে কারাগারে সাবেক বিচারপতি মানিক
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ছাড়পত্র দিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 

ছাড়পত্র পাওয়ার পর বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক শিশির চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখন সুস্থ। তিনি এখন অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। সে জন্য তার সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বিকেলে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অধ্যাপক শিশির চক্রবর্তী আরও জানান, শামসুদ্দিন মানিকের হার্টে সমস্যা রয়েছে। ১০ বছর আগে বাইপাস সার্জারি করেছিলেন। এ ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে।

এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন খবরের কাগজকে বলেন, ‘সাবেক বিচারপতি মানিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বিকেল ৪টায় কারাগারে নিয়ে আসা হয়। ডাক্তাররা বলেছেন, তিনি আগের চেয়ে সুস্থ আছেন। পরবর্তী সময়ে কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে আবার নিয়ে যেতে হবে।’

প্রসঙ্গত, সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে বিজিবির কাছে আটকের আগে স্থানীয়রা তাকে মারধর করেন। পরদিন ২৪ আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা মানুষজন শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধড়ক কিল-ঘুষি মারেন, ডিম ছোড়েন, জুতা নিক্ষেপ করেন ও কটূক্তিমূলক স্লোগানসহ লাঞ্ছিত করেন। সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদাবাজি মামলার আসামি আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম
চাঁদাবাজি মামলার আসামি আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ছবি : খবরের কাগজ

চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলার আসামি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ সাহাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ সাহা চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউপি নির্বাচনে আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অংশ নেন। ওই সময় বিশ্বজিৎ সাহা ও আরশাদ আলী চন্দনসহ আরও ৪-৫ জন আফজালের দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আফজালকে তুলে নিয়ে গিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় ৫০ হাজার টাকা দিলেও তারা পরবর্তী দুই দিনের মধ্যে ৭০ হাজার টাকা দেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। 

এই ঘটনায় গত ২৭ আগস্ট আফজাল হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বিশ্বজিৎ সাহাসহ ছয়জনের নামে একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে বিশ্বজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাসে তল্লাশি চালিয়ে ২৫ স্বর্ণের বার জব্দ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
বাসে তল্লাশি চালিয়ে ২৫ স্বর্ণের বার জব্দ
জব্দ করা স্বর্ণের বার। ছবি : খবরের কাগজ

মেহেরপুরের আমঝুপি এলাকায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আলাল হোসেন (৪৮) ও রাজিব হোসেন (২৯)। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজিবি জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কের ‘জেআর পরিবহন’-এর একটি বাসে বিজিবি টহল দল তল্লাশি চালায়। এ সময় ২.৬১৮.৬৮ কেজি ওজনের ২৫টি স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

জানা গেছে, আটককৃতরা ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলাল হোসেন এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজিব হোসেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

আড়াইহাজার থানার লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
আড়াইহাজার থানার লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি। ছবি : খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এর মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯ রাউন্ড রাইফেলের গুলি। 

গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার পৌরসভা এলাকার একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক তানভীর মুহাম্মদ পাশা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা আড়াইহাজার থানায় হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই অস্ত্র ও মালামাল উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পিস্তল, গুলি উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

শহিদ রফিক সেতুর টোলবক্সে ছাত্র-জনতার আগুন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ পিএম
শহিদ রফিক সেতুর টোলবক্সে ছাত্র-জনতার আগুন
মানিকগঞ্জের শহিদ রফিক সেতুর টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : খবরের কাগজ

মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ধলেশ্বরী নদীর ওপর শহিদ রফিক সেতুর টোল প্লাজায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিংগাইর ও সাভার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা সেখানে আগুন ধরিয়ে দেয়।

এর আগে সিংগাইর সরকারি কলেজ, ধল্লা ইউনিয়ন উচ্চবিদ্যালয়, সাভারের তেঁতুলঝোড়া কলেজসহ স্থানীয় কয়েকটি কওমি মাদ্রাসার ছাত্র ও সায়েস্তা ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতুর টোল প্লাজায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। 

বিক্ষুব্ধ স্থানীয়দের অভিযোগ, ‘মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থলে ধলেশ্বরী নদীর ওপর ৩০৭ মিটার দৈর্ঘ্যের সেতুটি ১৯৯৬ সালে উদ্বোধনের পর ২০০০ সাল থেকে টোল সংগ্রহ করা শুরু হয়। এই সেতু দিয়ে সিংগাইর থেকে সবজিসহ কাঁচামাল ঢাকায় যায়, পরিবহনে বাড়তি খরচ গুনতে হয় কৃষকদের। আমরা দীর্ঘদিন ধরে এ সেতু টোলমুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছি।’

তারা আরও বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর সেতুটির ইজারাদার এলাকায় নেই বলে জানা গেছে। কিন্তু তার অনুপস্থিতিতে এই সেতুর টোল সংগ্রহ কে করছে, তা আমাদের প্রশ্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কয়েক দিন টোল আদায় বন্ধ থাকলেও আবারও টোল আদায় করছে একটি মহল। ইজারাদাররা না, কারা টোল আদায় করছিল তাও জানা যাচ্ছে না। এ জন্য ছাত্র-জনতা এই টোল প্লাজায় আগুন ধরিয়ে দিয়েছে।’

এ সময় মানিকগঞ্জ থেকে হেমায়েতপুরগামী এবং হেমায়েতপুর থেকে সিংগাইর-মানিকগঞ্জ সড়কের যান চলাচল এক ঘণ্টার মতো বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করে।