চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৭। গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ১৪টি অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (১৪ আগস্ট) বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম।
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। এই সময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়।’
শরীফ-উল-আলম বলেন, ‘লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়। পাশাপাশি সচেতন নাগরিকদের এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা অস্ত্র জমা দেওয়ার শর্তে কোনো ধরনের মামলা না করার আশ্বাস দিয়েছি। আমাদের এই আহ্বানে সাধারণ নাগরিকরা সাড়া দিয়েছেন। কেউ কেউ র্যাব-৭-এর সদর দপ্তরে এসেও অস্ত্র জমা দিয়ে গেছেন। আবার অনেকে মুঠোফোনে কল করে আমাদের জানানোর পর আমরা সেখানে গিয়ে অস্ত্র উদ্ধার করি।’
শরীফ-উল-আলম জানান, উদ্ধার হওয়া ৩৫টি অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাসগান রয়েছে। এগুলোর মধ্যে ১৪টি ক্ষতিগ্রস্ত ও অচল পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারের (হেড কোয়ার্টার্স) কাছে হস্তান্তর করা হয়েছে।